
আইসিসির জুন মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেলেন এইডেন মার্করাম। সতীর্থ কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে পেছনে ফেলে জুন মাসের সেরা হয়েছেন এই প্রোটিয়া তারকা। প্রথমবারের মতো মাসসেরার স্বীকৃতি পেলেন এই ব্যাটার।
গত মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দীর্ঘ ২৭ বছর পর বড় কোনো শিরোপায় ছোঁয়া পায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছিলেন মার্করাম। দ্বিতীয় ইনিংসে রানতাড়ায় নেমে জয়সূচক ১৩৬ রানের ইনিংস খেলেন এই তারকা। তাই এই দুর্দান্ত ইনিংসে ভর করে ২৮২ রানের লক্ষ্য ছুঁয়ে শিরোপার স্বাদ পায় দলটি।
ফাইনালের মঞ্চে দলের শিরোপা জয়ে বড় অবদান রেখে জুন মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মার্করাম। মাসসেরা দৌড়ে থাকা তারই সতীর্থ কাগিসো রাবাদাও ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। এক ফাইফারসহ দুই ইনিংসে ৯ উইকেট শিকার করেছিলেন এই তারকা পেসার।
আরও পড়ুন:
» ওয়ানডেতে হয়নি, টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় বাংলাদেশ
» সাকিবের দলে ফেরা প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি
এছাড়া মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন শ্রীলঙ্কার তারকা ওপেনার পাথুম নিশাঙ্কা। জুনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। দুই টেস্টের ৩ ইনিংসে ২ সেঞ্চুরিসহ ৩৬৯ রান করেন এই ওপেনার। তবে বিশেষজ্ঞ বিচারক ও ভক্ত-সমর্থকদের ভোটে শেষ পর্যন্ত মাসসেরার স্বীকৃতি পেয়েছেন মার্করাম।
এদিকে নারী বিভাগে জুনের মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস। সতীর্থ অ্যাফি ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটসকে পেছনে ফেলে জুন মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই ওপেনার। এ নিয়ে চতুর্থবারের মতো আইসিসির মাসসেরার স্বীকৃতি পেলেন তিনি। এতে অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনারের রেকর্ড ছুঁইয়েছেন ম্যাথুস। ৪ বার মাসসেরার পুরস্কার জিতে যৌথভাবে শীর্ষে জায়গা করে নিয়েছেন এই ক্যারিবিয়ান তারকা।
জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ইনিংসে এক ফিফটিসহ ১০৪ রানের পাশাপাশি ৪ উইকেট শিকার করেন ম্যাথুস। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের ৩ ইনিংসে ২ ফিফটিসহ ১৪৭ রান ও ২ উইকেট শিকার করেন এই তারকা।
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/বিটি
