
একাধিক নিয়ম না মানার কারণে যুক্তরাষ্ট্রকে (আমেরিকা) ক্রিকেট থেকে নির্বাসিত (সাসপেন্ড) করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। মঙ্গলবার অফিশিয়াল ওয়েব সাইটে এই সিদ্ধান্ত জানায় সংস্থাটি।
এদিকে প্রায় এক বছর ধরে আমেরিকার ক্রিকেটের ওপর নজর রাখে আইসিসি, এর পরই পদক্ষেপ নিলো সংস্থাটি।
আইসিসি জানিয়েছে, ক্রিকেটে আমেরিকা যথাযথ প্রশাসনিক পরিকাঠামো গড়ে তুলতে পারেনি। এছাড়া অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি আদায়েও ব্যর্থ হয়েছে। এর ফলে দেশটির কার্যক্রম আন্তর্জাতিক ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
গত টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলো যুক্তরাষ্ট্র। এর এক বছরের মধ্যেই তাদের এমন শাস্তির মুখে পড়তে হলো। যদিও এর মধ্যে দেশটিতে মেজর লিগ ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠেছে এবং আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোও সেখানে বিনিয়োগ করেছে।
জুলাইয়ে বার্ষিক সাধারণ সভায় আইসিসি যুক্তরাষ্ট্র ক্রিকেটকে (ইউএসএসি) তিন মাস সময় দিয়েছিল সুষ্ঠু নির্বাচন আয়োজন ও প্রশাসনিক সংস্কার করার জন্য। তখনই বোর্ডকে সতর্ক করে জানানো হয়েছিল, সংস্কারের অগ্রগতির ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্ধারিত সময় পার হলেও প্রত্যাশিত পরিবর্তন না আসায় শেষ পর্যন্ত এই বরখাস্তের সিদ্ধান্ত নেয় আইসিসি।
আইসিসি আরও জানিয়েছে, নির্বাসিত হলেও আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে তারা। একই সঙ্গে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতিও চালিয়ে যেতে পারবে।
ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৫/এনজি
