Connect with us
ক্রিকেট

তাসকিন আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দিক : শোয়েব আখতার

“I want Taskin to break my fastest-bowling record,” says Shoaib Akhtar.
শোয়েব আখতার ও তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গতিময় পেসারদের তালিকা করলে একদম উপরের সারিতে থাকবেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম বলের রেকর্ডটি তার নামের পাশেই। কেপটাউনে ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগের বল করেছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই পেসার। তার চাওয়া বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ যেন তার এই রেকর্ডটা ভেঙে দেন।

আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ১২তম আসর। আসন্ন এই টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন শোয়েব। রাজধানীর এই ফ্রাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি সাক্ষর করতে ঢাকায় এসেছেন তিনি। আজ (সোমবার) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে চুক্তি সাক্ষর করেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে তাসকিনকে নিয়ে এমন প্রত্যাশার কথা জানান শোয়েব। তিনি বলেন, ‘তাসকিন আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দিক।’



বাংলাদেশের তরুণ পেসারদের উদ্দেশ্যে শোয়েব বলেন, ‘তাদের প্রতি আমার উপদেশ থাকবে, নিজেকে উপভোগ করো। রান আপের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ কর ও মানুষকে দেখিয়ে দাও। একই সঙ্গে তোমার লক্ষ্য হওয়া উচিত কাউকে আঘাত না করে তার উইকেট নেওয়া। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় শচীন টেন্ডুলকার আমার প্রিয়। আমি অনেকবার তাঁর হেলমেটে আঘাত করেছি, তার পাঁজর ভেঙে দিয়েছি। তবে এ নিয়ে আমারও খারাপ লেগেছে।’

সবচেয়ে গতিময় ডেলিভারির বিশ্বরেকর্ড এখনও শোয়েবের দখলে। তবে রেকর্ড ভাঙতে না পারলেও কাছাকাছি গিয়েছিলেন শন টেইট ও ব্রেট লি। টেইট ও ব্রেট লি সমান ১৬১.১ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগের ডেলিভারি করেছিলেন।

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট