Connect with us
ফুটবল

আমি চার নম্বর চাই: ২০২৬ বিশ্বকাপ ঘিরে মেসির ইঙ্গিত

লিওনেল মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তৃতীয় বিশ্বশিরোপা এনে দিয়েছেন লিওনেল মেসি। এরপর থেকেই একটা প্রশ্ন ঘুরছে ২০২৬ বিশ্বকাপে কি দেখা যাবে তাঁকে? বয়সের হিসাব, শারীরিক সক্ষমতা আর দীর্ঘ খেলার চাপের মধ্যে মেসি নিজেও এখনো স্পষ্ট করে কিছু বলেননি। তবে এবার তাঁর মুখেই এসেছে এক ইতিবাচক ইঙ্গিত। ২০২৬ বিশ্বকাপকে ইঙ্গিত করে অনেকটা হাসির সুরে তিনি বলেছেন ‘আমি চার নম্বর চাই।’

আসলে ঘটনাটি শুরু এক ভিডিও বিজ্ঞাপন থেকে। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস সম্প্রতি ২২ দেশের ২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন করে। সেই ভিডিওতে দেখা যায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচ লিওনেল স্কালোনি, সাবেক তারকা আনহেল ডি মারিয়া এবং এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াকে। ভিডিওটির শেষ দৃশ্যে তাপিয়া প্রথমে বলেন, ‘আমি চার নম্বর চাই।’ এরপর সামনে এসে মেসিও বলেন, ‘আমিও চাই।’

আর্জেন্টাইন গণমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ বলছে, এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যেই মেসি আসলে ২০২৬ বিশ্বকাপে চতুর্থ বিশ্বকাপ জয়ের ইঙ্গিত দিয়েছেন। কাতারে তৃতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট জয়ের পর এখন তাঁদের সামনে নতুন লক্ষ্য ‘চতুর্থ তারকা’।



এর আগে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, “বিশ্বকাপ জেতার অনুভূতি কোনো কিছুর সঙ্গে মেলে না। এটা একজন ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। আমি সৌভাগ্যবান, সবকিছুই পেয়েছি। কিন্তু বিশ্বকাপ জেতা আমার জীবনের পরিপূর্ণতা দিয়েছে।”

৩৭ বছর বয়সী মেসি এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। ক্লাবের হয়ে ব্যস্ত মৌসুমের মাঝেই আগামী ১৪ নভেম্বর আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে। তবে ম্যাচটিতে তিনি মাঠে নামবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

তবে মেসির কথাতে একটাই বিষয় পরিষ্কার যে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে যথেষ্ট ইতিবাচক তিনি। এর আগেও অনেকবার তিনি গণমাধ্যমে বলেছেন যে, শারীরিক ফিটনেস এবং ফর্ম বিবেচনায় তিনি তখন সিদ্ধান্ত নিবেন।

ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল