Connect with us
ক্রিকেট

আমি দেখেছি, ওরাই ট্রফি নিয়ে পালিয়েছে : ভারতীয় অধিনায়ক

Suryakumar Yadav
সূর্যকুমার যাদব। ছবি- সংগৃহীত

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত কিন্তু রাজনৈতিক কোন্দলের কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধানের হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারত। ক্রিকেটের ইতিহাসে এমন অপ্রীতিকর ঘটনা আগে ঘটেনি।

রাজনৈতিকভাবে ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী। ক্রিকেটের মাঠেও তাদের লড়াইয়ে উত্তেজনা থাকে তুঙ্গে। এবারের এশিয়া কাপে শুরু থেকেই ছিল তেমন পরিবেশ। ফাইনালে মুখোমুখি হয় এই দুই দল, আর সেখানে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। বিপত্তি বাধে পুরস্কার গ্রহণের সময়।

এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি একই সঙ্গে পিসিবির সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তার হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি ভারত। অপরদিকে ভারতের এমন আচরণে ক্ষুব্ধ হন নাকভি।



তিনি স্পষ্ট জানিয়ে দেন- এসিসি চেয়ারম্যান হিসেবে তার হাত থেকেই ট্রফি নিতে হবে, নইলে ট্রফি দেওয়া হবে না।

এরপর শিরোপা জয়ের দুই দিন কেটে গেলেও ট্রফি হাতে পায়নি ভারত। এ প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন- আমরা তো ড্রেসিংরুমের দরজা বন্ধ করে বসে ছিলাম না, কাউকে অপেক্ষায়ও রাখিনি। ওরাই ট্রফি নিয়ে পালিয়ে গেছে। আমি সেটিই দেখেছি। আমি জানি না, কিছু লোক আমাদের ভিডিও করছিল। আমরা তখন দাঁড়িয়েই ছিলাম, ভেতরে যাইনি।

বিসিসিআইয়ের নির্দেশে ভারত ট্রফি নেয়নি বলে যে গুঞ্জন উঠেছিল, সেটি উড়িয়ে দেন সূর্যকুমার। তিনি বলেন- প্রথমেই পরিষ্কার করে বলি, পুরো টুর্নামেন্টে সরকার বা বিসিসিআই- কেউই আমাদের বলেনি যে যদি কেউ ট্রফি দেয়, আমরা নেব না। মাঠে আমরা নিজেরাই ওই সিদ্ধান্ত নিয়েছি। তারা (এসিসি কর্মকর্তারা) তখন মঞ্চে দাঁড়িয়ে ছিলেন, আর আমরা নিচে। আমি শুধু দেখেছি, তারা মঞ্চে নিজেদের মধ্যে কথা বলছিল। কী নিয়ে বলছিল জানি না। এরই মধ্যে গ্যালারি থেকে কিছু মানুষ দুয়ো দিতে শুরু করল। তারপর দেখি, তাদের একজন প্রতিনিধি ট্রফিটা নিয়ে চলে গেল।

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট