Connect with us
ক্রিকেট

ফেসবুক পোস্টে আসিফ নজরুল

বাংলাদেশে আইপিএল বন্ধের অনুরোধ জানিয়েছি

BCB and Nazrul
আসিফ নজরুলের কড়া প্রতিবাদ। ছবি: সংগৃহীত

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় এবার কড়া প্রতিক্রিয়া জানালেন আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, চুক্তিবদ্ধ হয়েও যদি একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ এমনটা ভাবার সুযোগ নেই।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেন আসিফ নজরুল। সেখানে তিনি লেখেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

পোস্টে তিনি আরও জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছেন, যেন বিষয়টি বিস্তারিতভাবে আইসিসিকে জানানো হয়। তার মতে, যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের পুরো দলকে বিশ্বকাপে ভারতে পাঠানো কতটা নিরাপদ সে প্রশ্ন তুলতেই হবে।



এ কারণে বোর্ডকে আইসিসির কাছে অনুরোধ জানাতে বলা হয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। আসিফ নজরুলের মতে, বর্তমান বাস্তবতায় নিরাপত্তা ও সম্মানের বিষয়টি নতুন করে গুরুত্ব দিয়ে দেখা দরকার।

আইপিএল সম্প্রচার নিয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি। ‘গোলামির দিন শেষ’ উল্লেখ করে আসিফ নজরুল লেখেন, তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের ব্যবস্থা নিতে। তার মতে, কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার কিংবা দেশকে অবমাননা করা হলে তা মেনে নেওয়া হবে না।

এদিকে, মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখন সরকারের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেটাঙ্গনে। এরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও মুস্তাফিজের এই বিষয়টি নিয়ে আলোচনা করছে। এখন বাস্তবে এসব সিদ্ধান্ত কতটুকু কার্যকর করতে পারে সেটাই দেখার বিষয়।

ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট