বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এক সিরিজের জন্য তাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে মুশফিক-লিটনদের ব্যাটিং নিয়ে কাজ করবেন তিনি। তবে আশরাফুলের এই দায়িত্ব পাওয়া নিয়ে কটাক্ষ করেছেন জাতীউ দলের একসময়ের নিয়মিত মুখ রুবেল হোসেন।
আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্টের মাধ্যমে আশরাফুলকে কটাক্ষ করেন রুবেল। প্রথম এক পোস্টে রুবেল লিখেন, ‘দায় মুক্ত হলো ক্রিকেট বোর্ড। বাংলাদেশ, ব্যাটিং কোচ।’ শেষে ছিল একটি হাসির ইমোজি।
পরে আরেক পোস্টে আশরাফুলকে ইঙ্গিত করে তিনি লিখেন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা। সময় সত্যিই অদ্ভুত! যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। শুনুন, নামের পাশে “কোচ” লেখা মানে দায়িত্ব,গর্ব না। আমি বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি।’
রুবেলের এমন কটাক্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে৷ পোস্টের কমেন্ট সেকশনে ক্রিকেট সমর্থকেরা রুবেলের কড়া সমালোচনা করেন। এবার এ নিয়ে মুখ খুলেছেন আশরাফুল। রুবেলের এমন কটাক্ষ নিয়ে কিছু ভাবছেন না রুবেল। এসব বিষয়ে চিন্তা না করে দলকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেটাই ভাবছেন সাবেক এই টাইগার অধিনায়ক।
আজ (বৃহস্পতিবার) বিসিবিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আশরাফুল। এ সময় রুবেলের কটাক্ষ নিয়ে তিনি বলেন, ‘কারো ব্যক্তিগত মতামত থাকতেই পারে। এটা নিয়ে আমি কিছু ভাবছি না। আমি যখন অধিনায়ক ছিলাম, সে আমার অধীনে খেলেছে সে মানুষ হিসেবেও ভালো। ওর মন্তব্য নিয়ে আমার কিছু বলার নেই।’
তবে আশরাফুল মনে করেন, কোনো কিছু করতে গেলে চাপ আসবেই। এ চাপ সামলেই এগিয়ে যেতে চান তিনি। আর এ ধরনের চাপ সামলানোর অভিজ্ঞতাও রয়েছে আশরাফুলের।
তিনি বলেন, ‘আপনি যেটাই করতে যান না কেন, চাপ থাকবেই। ভালো কাজ করতে গেলে আপনাকে চাপ সহ্য করতেই হবে। আমি যেহেতু ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, তাই আমার অভিজ্ঞতা আছে অনেক চাপ সহ্য করার। আমার লাইফে যে ঘটনাটা ঘটেছিল সেটা থেকে আমি ফিরে এসেছি। তাই এটা নিয়ে কে কি বলল আমি তাতে চিন্তিত না। আমি চেষ্টা করি সবকিছু অনেস্টলি করার। আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি এবং এভাবেই করে যাবো।’
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/বিটি