
নানা নাটকীয়তা ও বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো ২০২৫ এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ধারণা করা হচ্ছিল, ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব পড়বে এই টুর্নামেন্টেও। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। এই দুই চিরপ্রতিদ্বন্ধীর মাঠের লড়াইয়ের পাশাপাশি দেখা গেছে মাঠের বাইরের লড়াইও।
শুরুটা হয়েছিল হ্যান্ডশেক কান্ড দিয়ে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতীয় খেলোয়াড়েরা। পরে এই ঘটনা গড়ায় বহুদূর। পাকিস্তানের সংবাদ সম্মেলন বয়কট, ফাইনালের আগে শিরোপার সঙ্গে দুই দলের অধিনায়কের অফিশিয়াল ফটোশুটে ভারতীয় অধিনায়কের অংশ না নেয়া এবং শেষ পর্যন্ত ভারতকে ফাইনালে শিরোপা না দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবারের আসরে।
গতকাল (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের জমজমাট ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ম্যাচশেষে ভারতের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির। তবে নাকভির হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানায় ভারত।
ভারতের এমন সিদ্ধান্ত মেনে নেননি নাকভি। তিনিও গো ধরে ছিলেন। ভারতকে অন্য কারো হাত দিয়ে এশিয়া কাপের শিরোপা দিতে রাজি হননি এসিসি সভাপতি। ফলে শেষ পর্যন্ত শিরোপা ছাড়াই উদযাপনে মাতে ভারতীয় দল।
ম্যাচশেষে শিরোপা না পাওয়ার বিষয়ে কথা বলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। চ্যাম্পিয়নদের শিরোপা না দেওয়ার এমন ঘটনা কখনো দেখেননি বলে জানিয়েছেন এই ব্যাটার। সূর্যকুমার বলেন, ‘চ্যাম্পিয়ন দলকে তাদের কষ্টার্জিত শিরোপা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। আমি যখন থেকে ক্রিকেট খেলি এবং অনুসরণ করি কখনো এমন ঘটনা দেখিনি।’
‘এই শিরোপাটা আমরা এমনি এমনি পাইনি। এটা আমাদের খুব কষ্টের অর্জন। সেই ৪ সেপ্টেম্বর থেকে আমরা এখানে খুব পরিশ্রম করছি। পরপর দুটো কঠিন ম্যাচ খেলতে হয়েছে আমাদেরকে। আমি মনে করি, এই শিরোপা আমাদের প্রাপ্য। আমি এর বেশি কিছু বলতে চাই না, যা বলার আমি বলে দিয়েছি।’—তিনি যোগ করেন।
নাকভির হাত থেকে শিরোপা না নেওয়ার সিদ্ধান্তে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ ছিল না। সূর্যকুমারের দাবি, মাঠেই খেলোয়াড়েরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত আমরা মাঠেই নিয়েছি। কেউ আমাদের কিছু বলে দেয়নি। এসিসি ও বিসিসিআই-এর মধ্যে কি আলোচনা হয়ে আমাদের জানা নেই। শিরোপা পাই না পাই, আমরা চ্যাম্পিয়ন এটাই আমাদের বড় প্রাপ্তি।’
প্রসঙ্গত, গতকাল (২৮ সেপ্টেম্বর) ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে খেলতে নেমে ২ বল ও ৫ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় টিম ইন্ডিয়া।
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৫/বিটি
