Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে কোনদিন এত ভালো ফিল্ডিং করতে দেখিনি : রমিজ 

Bangladesh cricket team
বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

‘ডু অর ডাই’ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ কে ঘিরে বর্তমানে সমর্থকদের মাঝে উত্তেজনা তুঙ্গে। এবার ম্যাচ নিয়ে মন্তব্য করলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি মনে করেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের অন্যতম ভরসা হতে পারেন স্পিনার আবরার আহমেদ। সেই সাথে তিনি বাংলাদেশ দলের ব্যাটিং ও ফিল্ডিং এর উন্নতির প্রশংসা করেন। 

পাকিস্তানের বোলিং ইউনিট নিয়ে রাজা বেশ আশাবাদী। বিশেষ করে স্পিনার আবরার আহমেদের সাম্প্রতিক পারফরম্যান্স পাকিস্তানের বড় ভরসার জায়গা হতে পারে বলে তিনি জানান। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল কুলদীপ যাদবের বল স্বাচ্ছন্দের সাথে খেলতে না পারায় রাজা আশা করেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আবরার আহমেদ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন। 

রমিজ বলেন, ‘আবরার অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারে। তিনি রহস্যময় বোলার এবং ভালো ফর্মে আছেন। যখনই পাকিস্তানের উইকেটে প্রয়োজন হয় তখনই তিনি তা এনে দিতে পারেন। সেই সাথে ভালো ইকোনমি বজায় রেখে বল করতে পারেন। আমরা গত ম্যাচে দেখেছি বাংলাদেশের ব্যাটাররা কুলদীপ যাদবের বিপক্ষে ভালোভাবে খেলতে পারেনি।’



রমিজ রাজার মতে টানা ম্যাচ খেলায় বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে শারীরিক ও মানসিক ক্লান্তি আসতে পারে। পাকিস্তান সেই সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে পারে। তিনি বলেন, ‘পাকিস্তানের একটি বড় সুবিধা হলো বাংলাদেশ টানা ম্যাচ খেলবে। এতে শারীরিক ক্লান্তির পাশাপাশি মানসিক ক্লান্তিও থাকবে। তাই পাকিস্তান ও আবরার একটি দারুণ সুযোগ পাবে, আবরারের উচিত হবে হার্ড লেন্থে উইকেট বরাবর বোলিং করা এবং আউট করার চেষ্টা করা।’

পাকিস্তানের বোলারদের প্রশংসার পাশাপাশি রাজা বাংলাদেশের তরুণ ব্যাটারদের পারফরম্যান্স ও ফিল্ডিয়ের উন্নতির প্রশংসাও করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের তাওহীদ হৃদয়ে আছে, সাইফ বর্তমানে দারুণ ব্যাটিং করছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ফিল্ডিং ছিলো অসাধারণ। আমি বাংলাদেশকে এত ভালো ফিল্ডিং করতে কখনো দেখিনি। ‘

বক্তব্যের শেষ দিকে রমিজ ম্যাচ পরিস্থিতি নিয়ে বলেন, ‘শিশির পড়ার কারণে সন্ধ্যার ম্যাচে রান তাড়া করা টা সব সময় কিছুটা সহজ হয়। কোনো দলেরই খুব একটা পার্থক্য দেখা যায় না। তবে রান তাড়া করার ক্ষেত্রে তাড়া হয়তো ১০% – ১৫% সুবিধা পাওয়া যেতে পারে। কারণ এই সময় আউটফিল্ডে কিছুটা শিশির পড়ে। যদি আপনি কম রানে আউট করে থাকেন তাহলে তা বিশাল সুযোগ তৈরি করতে পারে।’

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট