বাংলাদেশে এসে মাঠের বাইরেও আলাদা অভিজ্ঞতায় ডুবে গেছেন নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএল খেলতে এসে দেশের সংস্কৃতি, ভাষা ও মানুষের আতিথেয়তায় মুগ্ধ হলেও একটি বিষয় তাঁকে বিশেষভাবে টেনেছে সেটা হল বাংলাদেশি বিরিয়ানি।
বর্তমানে বিপিএলে রাজশাহীর জার্সিতে খেলছেন লামিচানে। বাংলাদেশ তাঁর কাছে একেবারে অপরিচিত নয়। ভাষা ও সংস্কৃতির মিল থাকায় এখানকার পরিবেশে মানিয়ে নিতে খুব একটা সময় লাগেনি। বরং বাংলা ভাষা আংশিক বুঝতে পারায় দলীয় পরিবেশে যোগাযোগ আরও সহজ হয়েছে বলে জানান তিনি।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লামিচানে বলেন, দলের ভেতরে অনেক কথাই এখন বাংলায় বুঝে ফেলতে পারেন। সতীর্থদের আলোচনা শুনে মাঠের পরিস্থিতিও ধরতে সুবিধা হয়। এমনকি টিম মিটিংয়েও অনেক সময় আলাদা করে ইংরেজিতে কথা বলার প্রয়োজন পড়ে না।
ভাষার মতো খাবারের ক্ষেত্রেও আলাদা মানিয়ে নেওয়ার ঝামেলা নেই নেপালি এই স্পিনারের। বিশেষ করে সতীর্থদের কাছ থেকে বিরিয়ানির প্রশংসা শুনে নিজেও চেখে দেখেন তিনি। এরপর থেকেই বাংলাদেশি বিরিয়ানির ভক্ত হয়ে উঠেছেন লামিচানে।
তার মতে, বাংলাদেশে বিরিয়ানি চাইলে সহজে পাওয়া যায়, আর সেটার স্বাদ তাকে মুগ্ধ করেছে। এখানকার মানুষের আচরণও তাকে আলাদা করে মুগ্ধ করেছে। ক্রিকেটারদের ব্যক্তিগত জায়গাকে সম্মান করার বিষয়টি তার চোখে পড়েছে, যা একজন বিদেশি খেলোয়াড় হিসেবে স্বস্তির।
এর আগে ২০১৯ সালে বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন লামিচানে। দীর্ঘ বিরতির পর আবার বাংলাদেশে ফিরলেও বিপিএলের আবহে খুব একটা পরিবর্তন দেখছেন না তিনি। মাঠের কন্ডিশন বা আয়োজন কিছুটা বদলালেও দর্শকদের ক্রিকেটপ্রীতি আর খেলোয়াড়দের আবেগ আগের মতোই আছে বলে মনে করেন নেপালের এই স্পিনার।
রাজশাহীর হয়ে এবারের আসরে ভালো কিছু করার লক্ষ্য লামিচানের। মাঠের ভেতরের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের এই অভিজ্ঞতাও তার বিপিএল সফরকে আলাদা করে স্মরণীয় করে তুলছে।
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৫/টিএ
