বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য ঘিরে তৈরি হওয়া সংকট এখনও কাটেনি। পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটারদের সংগঠন কোয়াব, আর সেই টানাপোড়েনের মধ্যেই অনিশ্চয়তায় পড়েছে বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের ম্যাচ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দিনের প্রথম ম্যাচ মাঠে না গড়ানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সিলেট পর্ব শেষ করে বৃহস্পতিবার থেকেই ঢাকায় শুরু হওয়ার কথা ছিল বিপিএলের খেলা। সূচি অনুযায়ী প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস। তবে ম্যাচ শুরুর সময় ঘনিয়ে এলেও দুই দলের কোনো খেলোয়াড়ই মাঠে নামেননি।
এই অবস্থায় ক্রিকেটারদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, খেলোয়াড়দের সঙ্গে বসে পুরো বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট করা হয়েছে যে, ওই মন্তব্য অনাকাঙ্ক্ষিত এবং বোর্ডের অবস্থান নয়। পাশাপাশি সংশ্লিষ্ট পরিচালকের বিরুদ্ধে প্রক্রিয়া অনুযায়ী শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
মিঠুর মতে, বোর্ড বিষয়টি এড়িয়ে যাচ্ছে না, তবে একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোতে হয়। সবকিছুর একটা প্রসেস আছে সেই জায়গাটাই ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, খেলোয়াড়রা মাঠে নামলে খেলা শুরু হতে কোনো বাধা থাকবে না। তবে দিনের প্রথম ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হওয়ার সম্ভাবনাও নেই। তিনি বলেন, বিসিবির পক্ষ থেকে আজকের দুটি ম্যাচ আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।
এর আগে বুধবার কোয়াব স্পষ্ট করে জানিয়ে দেয়, এম নাজমুল ইসলামের পদত্যাগ না হলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জন করা হবে। সেই অবস্থান থেকে এখনো সরে আসেনি সংগঠনটি। এখন পর্যন্ত পদত্যাগ বা এ বিষয়ে নতুন কোনো ঘোষণা না আসায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মাঠে নামেননি খেলোয়াড়রা।
তৈরি হওয়া সংকট আরও বেড়েছে কোয়াবের ঘোষিত সংবাদ সম্মেলনকে ঘিরে। ম্যাচের সময়েই ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি। সেখানে বিপিএলের ছয় দলের ক্রিকেটারদের উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে মাঠে খেলা গড়াবে নাকি ঘটনা নতুন মোড় নেবে সেই অপেক্ষাতেই এখন দেশের ক্রিকেট।
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৬/টিএ
