Connect with us
ক্রিকেট

আমি খুশি মনে বুলবুল ভাইকে জায়গা ছেড়ে দিয়েছি : আশরাফুল

Bulbul and Ashraful
বুলবুল ও আশরাফুল। ছব- সংগৃহীত

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন কমিটিতে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের জায়গায় স্থান পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এ নিয়ে কোনো আপত্তি নেই আশরাফুলের, খুশি মনেই বুলবুলকে জায়গা ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার।

এদিকে ১১ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছেন এনএসসির চেয়ারম্যান। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ অনুসারে, পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়। এতে আশরাফুল বাদ পড়লে যুক্ত হন বুলবুল।

একইসঙ্গে জেলা ক্রীড়া সংসদের সাবেক নারী ক্রিকেটার ও আম্পায়ার সাথীরা জাকির জেসির পরিবর্তে বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।



এ প্রসঙ্গে আশরাফুল গণমাধ্যমকে বলেন, তার জায়গায় বুলবুলকে মনোনীত করায় তিনি স্বস্তি বোধ করছেন। তিনি জানান, বুলবুলের অধীনেই তিনি ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে শিখেছেন।

মোহাম্মদ আশরাফুল বলেন, তিনি (বুলবুল) সামনে যে ইলেকশনটা করবেন, আমার পজিশন থেকে করবেন। আমি যখন এটা শুনেছি, তখন বলেছি- খুব তাড়াতাড়ি দেন। আমার কোনো সমস্যা নেই।

আশরাফুল বলেন, ৯৭-৯৮ থেকে যখন আমি বল বয় ছিলাম, উনাদের খেলা দেখেই বড় হয়েছি। আমার লেভেল থ্রিটাও উনার মাধ্যমেই হয়েছে। এখন যখন এনএসসি থেকে বলা হলো, বুলবুল ভাইকে আপনার পজিশন থেকে ইলেকশন করবেন, আমি খুব খুশি মনে জায়গা ছেড়ে দিয়েছি।

বিসিবি নির্বাচনে তামিম ইকবালের অংশগ্রহণের বিষয়েও আশরাফুল শুভকামনা জানান। তিনি বিশ্বাস করেন, তামিম বোর্ডে যুক্ত হয়ে ক্রিকেট অপারেশন্স কিংবা গেম ডেভেলপমেন্টে অবদান রাখতে পারবেন।

সাবেক এই অধিনায়ক আরও বলেন, তামিম ইকবাল আমার কলিগ, সেও বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছে। তার জন্য শুভকামনা রইলো। আমি আশা করছি তিনিও হয়তো বোর্ডে আসবেন। ক্রিকেট অপারেশন্স, গেম ডেভেলপমেন্টসহ এখানে তার কাজ করার অনেক জায়গা আছে।

ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট