বিপিএলকেই নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন পাকিস্তানি তারকা ওপেনার খাজা নাফে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি লিগে পারফরম্যান্সের সুবাদেই পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে নিজের পরিচিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন এই ব্যাটার।
সিলেটে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফে বলেন, বিপিএলে ভালো করার পরই পাকিস্তানে তার নাম আলোচনায় আসে। সেই পারফরম্যান্সই তাকে ঘরোয়া ক্রিকেট এবং শেষ পর্যন্ত জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছে।
চলমান বিপিএলে এবার তিনি খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। যদিও দল হিসেবে রংপুর নতুন নয় তার জন্য। এর আগে গ্লোবাল সুপার লিগেও একই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ছিলেন তিনি। তবে বিপিএলের মঞ্চে রংপুরের জার্সিতে খেলাটা তার কাছে নতুন অভিজ্ঞতা।
নাফের মতে, আগের মৌসুমে চট্টগ্রাম কিংসের হয়ে যেভাবে পারফর্ম করেছিলেন, এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান। দল বদলালেও লক্ষ্য একই রান করা এবং দলের জয়ে অবদান রাখা।
গত বিপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পর পাকিস্তানের ন্যাশনাল টি–টোয়েন্টি কাপে খেলার সুযোগ পান নাফে। তার মতে, বিপিএলে না খেললে হয়তো পাকিস্তানের দর্শক বা নির্বাচকদের নজরেই আসা হতো না।
প্রথমবার পাকিস্তান জাতীয় দলে ডাক পাওয়াকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন এই ব্যাটার। তিনি জানান, দেশের হয়ে খেলার স্বপ্ন পূরণের পথে এটা তার জন্য গর্বের মুহূর্ত। এখন লক্ষ্য একটাই জাতীয় দলের হয়েও পারফর্ম করে নিজের জায়গাটা শক্ত করা।
সব মিলিয়ে, বিপিএল শুধু একটি লিগ নয়, খাজা নাফের কাছে এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্যারিয়ারের দরজা খুলে দেওয়া এক বড় মঞ্চ।
খাজা নাফে ছাড়াও রংপুর শিবিরে আছে একাধিক পাকিস্তানি খেলোয়াড়। ইফতিখার আহম্মেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ এবং আকিভ জাভেদরাও বিপিএল মাতাবেন রংপুরের হয়ে।
এদিকে বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠেছে গত ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে। ইতিমধ্যেই বিপিএলের দুইদিনে চারটি ম্যাচ আয়োজিত হয়েছে। তবে এখনো ম্যাচ পায়নি রংপুর রাইডার্স। আজ চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএলের যাত্রা শুরু করবে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল।
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৫/টিএ
