মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় থামছেই না আলোচনা। মাঠের বাইরের এই সিদ্ধান্ত এখন শুধু একটি লিগ বা একটি দেশের বিষয় নয়। এই আলোচনা ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রিকেটে। সেই আলোচনায় এবার যুক্ত হলো ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী।
আইপিএলের মিনি নিলামে দীর্ঘ টানাপোড়েনের পর রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে পাওয়া সেই চুক্তি বেশ বড় এক অর্জন হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে ফিজকে ছাড়তে বাধ্য হয় কেকেআর। ‘সাম্প্রতিক ঘটনা’র কথা উল্লেখ করে সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া হলেও নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।
এই ঘটনার পরই কড়া অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর দাবিও জানানো হয় আইসিসির কাছে। পুরো প্রেক্ষাপটটাই এখন আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির বড় আলোচনার জায়গা।
এমন পরিস্থিতিতে মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন বিপিএল খেলতে আসা ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেই বলেছেন, সমস্যাটা শুধু একজন খেলোয়াড়কে ঘিরে নয়, বরং গোটা ক্রিকেট ব্যবস্থার মধ্যেই কিছু একটা ঠিকঠাক চলছে না।
মঈনের মতে, ভবিষ্যতে ক্রিকেটকে হয়তো ফুটবলের মতো কাঠামোর দিকে যেতে হবে। যেখানে বিশ্বকাপ ও আইসিসি ইভেন্ট থাকবে, সঙ্গে এক-দুটি বড় আন্তর্জাতিক সিরিজ আর বাকি সময়টা জুড়েই থাকবে ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে তার আগেই যে সংকট তৈরি হয়েছে, সেটার সবচেয়ে বড় ভুক্তভোগী এখন মুস্তাফিজ এ কথাও অকপটে বলেছেন তিনি।
“অন্য সবকিছুর চেয়ে মুস্তাফিজের জন্যই আমার খারাপ লাগছে বেশি,” বলেন মঈন। তার মতে, “এত ভালো একটা চুক্তি পেয়েছিল। এত বছরের ধারাবাহিক পারফরম্যান্সের পর এই সুযোগটা তার প্রাপ্য ছিল। অন্য দলে খেললেও পারত, কিন্তু কেকেআর তাকে নিয়েছিল। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে তাকেই।”
বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েও নিজের অবস্থান জানান মঈন। তিনি বলেন, বাংলাদেশকে দায়ী করার কিছু নেই। বরং ক্রিকেটের বাইরের বিষয়গুলো যেভাবে খেলাটার ভেতরে টেনে আনা হচ্ছে, সেটাই বড় সমস্যা। উপমহাদেশে ক্রিকেট যে কতটা আবেগের জায়গা, সেটাও মনে করিয়ে দেন এই ইংলিশ অলরাউন্ডার।
মঈনের মতে, ফিজ যদি কেকেআরের হয়ে খেলতে পারত, সেটা শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের বাঙালি সমর্থকদের জন্যও আনন্দের হতো। কিন্তু বাস্তবে যা হয়েছে, সেটাকে তিনি সরাসরি “দুঃখজনক” ও “বাজে ব্যাপার” বলেই আখ্যা দেন।
ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৬/টিএ
