Connect with us
ক্রিকেট

ভারত ব্যতীত সাইবেরিয়ায় খেলতেও আপত্তি নেই: আসিফ

Asif
বিসিবি পরিচালক আসিফ আকবর। ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ এই অবস্থানেই অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের এই অনড় অবস্থান আরও স্পষ্ট করে জানালেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তাঁর মতে, প্রয়োজনে পৃথিবীর যে কোনো প্রান্তে খেলা যাবে, তবুও ভারত নয়। এমনকি সাইবেরিয়ার মত ঠান্ডা দেশে হলেও সমস্যা নেই।

সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ আকবর বলেন, ভারতের বাইরে ভেন্যু হলে বিসিবির কোনো আপত্তি নেই। এমনকি উদাহরণ হিসেবে তিনি বলেন, সাইবেরিয়ার মত খুব ঠাণ্ডা জায়গা হলেও সমস্যা নেই। তবে প্রধান বিষয় একটাই ভারতের বাইরে যাতে ম্যাচ আয়োজন হয়।

সম্প্রতি বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে পাকিস্তানের আগ্রহের খবর প্রকাশিত হয়েছে। সে প্রসঙ্গে আসিফ বলেন, কোথায় খেলা হবে, সেটা মুখ্য নয়। ভারতের বাইরে হলেই সেটি গ্রহণযোগ্য। তাঁর কথায়, ‘ভারতের ভেতরে অন্য কোনো ভেন্যু হলেও সেটি তো ভারতই। সেই অবস্থান থেকে আমরা এখনও সরে আসিনি।’



বোর্ডের এই সিদ্ধান্তে ম্যাচ বর্জন বা পয়েন্ট ছেড়ে দেওয়ার বিষয়টি আপাতত আলোচনায় নেই। তবে বিসিবির মূল উদ্বেগ নিরাপত্তা নিয়ে। আসিফ জানান, খেলোয়াড়, দর্শক ও মিডিয়ার নিরাপত্তা নিশ্চিত করাই বোর্ডের প্রধান বিবেচনার বিষয়।

তিনি আরও বলেন, অনেক ক্রিকেটারের জন্য এটি প্রথম বিশ্বকাপ। বিশ্বকাপ খেলা একজন খেলোয়াড়ের আজীবনের স্বপ্ন। কিন্তু নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থাকলে সেই মানসিক চাপ খেলোয়াড়দের ওপরও পড়ে। এই অনিশ্চয়তা থেকেই বোর্ডের অবস্থান কঠোর।

আসিফ আকবরের দাবি করে আরও বলেন, বিসিবির যুক্তিগুলো স্পষ্টভাবে আইসিসিকে জানানো হয়েছে এবং তারা আশাবাদী, ভারতের বাইরে কোনো ভেন্যু পাওয়া যাবে। তবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বোর্ড তার অবস্থানেই থাকবে।

সবশেষে দেশের বিষয়টি সামনে এনে তিনি বলেন, যেখানেই কাজ করা হোক না কেন, দেশের মর্যাদা সবার আগে। এই জায়গা থেকে বিসিবি কোনো আপস করবে না। সব মিলে আইসিসির অফিশিয়াল সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি।

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট