Connect with us
ক্রিকেট

আমার এখানে ট্যাগ লেখা নেই যে আমি শুধু কোচ জাতীয় দলের

গণমাধ্যমের মুখোমুখি হন মোহাম্মদ সালাউদ্দিন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ দলের সমালোচনার ভিড়ে বারবার সামনে আসছে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের নামও। নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু এখনো সেভাবে সুনাম কুড়াতে পারেননি। আজ মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। যেখানে নানান জবাবও দিয়েছেন।

চলমান শ্রীলঙ্কা সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন। টাইগারদের লাগাতার ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে সালাউদ্দিন বলেন, আমি কোচ, আমাকে যদি কালকে আপনি বলেন যে সালাউদ্দিন যাও থার্টিনে কোচিং করাও। আমি রাগ করবো না। কারণ আমার এখানে ট্যাগ লেখা নেই যে আমি শুধু কোচ জাতীয় দলের। তো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, এটা নিয়ে আমি চিন্তিত না।

বাংলাদেশ দলের নিয়ে সমালোচনা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ টিম আমার বাপ দাদার সম্পত্তি না। আমি যদি ভালো না করি এখানে আমার সমালোচনা হবে। এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দেবে। আমি আমার দলের জন্য শতভাগ দিচ্ছি কি না, আমি কি আমার জায়গায় সৎ কি না। সেটা আমার কাছে মূল বিষয়, আমি যদি ভালো না হয় তাহলে বোর্ড আমাকে সরিয়ে দেবে।


আরও পড়ুন :

»বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ রবিবার, টিকিট মিলছে আজ থেকেই

»১২৮ বছর পর অলিম্পিকে ফিরল ক্রিকেট, সময়সূচি ঘোষণা


নিজের মানসিক অবস্থা নিয়ে সালাউদ্দিন জানান, হয়তো আমি মানসিকভাবে অনেক শক্ত। অনেক দুর্বল মানুষ হয়তো পড়ে যেতে পারে। আর এমন না যে আমার এখানে চাকরি করতে হবে। আমার অনেক কিছু করার আছে। আর আমি এখানে নিজের ইচ্ছায়ও আসি নাই যে আমি চাইছি, আমাকে চাকরি দেন।

লঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে ১-১ সমতা এনেছে। অলিখিত ফাইনালে আগামীকাল আবারও মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট