
দুর্দান্ত গতি আর ইন সুয়িংয়ে সবার নজর কারলেন মারুফা আক্তার। এভাবেই বিশ্বকাপে অভিষেক ম্যাচে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। প্রসংসা কুড়াচ্ছেন কিংবদন্তি তারকাদের।
দুবাইয়ের শারজায় গতকাল পাকিস্তানের বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। বল করতে এসে দারুন শুরু করেন পেসার মারুফা। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে দারুণ ডেলিভারিতে ওমাইমা সোহেলকে বোল্ড করে দেন তিনি। তার এই ডেলিভারিটি প্রশংসায় ভাসছে ক্রিকেট পাড়ায়।
আইসিসির ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে মিতালি রাজ বলেন, ‘প্রথমত সে দারুণ সুইং করাতে পেরেছে। তবে আপনি যদি সঠিক লাইন লেন্থের সঙ্গে বলে গতি ধরে রাখতে না পারেন, তাহলে সুইং কাজে আসে না। কিন্তু সে (মারুফা) এটা যথাযথভাবে করতে পেরেছে। পুরস্কারস্বরূপ পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়েছে। সে হ্যাটট্রিকও করতে পারত।’
আগ্রাসী বোলিং এর কাছে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। ১২৯ রানের ছোট লক্ষ্য দেয় তারা। লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত খেলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৭ উইকেটে জয় তুলে নেয় বাঘিনীরা।
এদিকে মিতালি রাজ মারুফার প্রশংসা করে বলেন, ‘মারুফা প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলছে, সে এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল। দক্ষিণ আফ্রিকায় সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি ধারাভাষ্যকার হিসেবে তাকে দেখেছি। তার গতিময় ডেলিভারি দেখে আমি মুগ্ধ। আজ (গতকাল) প্রথম ওভারে সে যা করে দেখাল, প্রতিটি দলই এমন একজন ফাস্ট বোলারের স্বপ্ন দেখে। বাংলাদেশের জন্য অসাধারণ এক মুহূর্ত।
মারুফার প্রশংসা শোনা যায় লাসিথ মালিঙ্গার মুখেও। মারুফার ইনসুয়িংয়ে মুগ্ধ হয়ে মালিঙ্গা এটিকে ‘বিশ্বকাপের সেরা ডেলিভারি’ বলেছেন। এভাবেই মারুফার বল প্রশংসায় ভাসছে ক্রিকেট প্রেমীদের কাছে।
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/এনজি
