
আইপিএল ২০২৫-এর শেষ ধাপে এসে ধূমকেতুর মতো জ্বলে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। প্যাট কামিন্সের নেতৃত্বে দলটি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪২ রানে হারিয়ে আরসিবির স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে।
এদিন টস হেরে ব্যাট করতে নামে হায়দরাবাদ। উইকেট দেখে ধারণা করা হচ্ছিল, ১৭০ রানই হতে পারে লড়াই করার মতো। কিন্তু শুরু থেকেই আগ্রাসী মেজাজে নামে সানরাইজার্স। ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড দারুণ শুরু এনে দেন। এরপর ঈশান কিষান এসে তাণ্ডব চালান বেঙ্গালুরুর বোলারদের বিরুদ্ধে।
প্রথম চার ওভারেই হায়দরাবাদ তোলে ৫০ রানের বেশি। ঈশান ৪৮ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ২৩১ রানে। এছাড়া অভিষেক করেন ১৭ বলে ৩৪, অনিকেত বর্মা ৯ বলে ২৬ এবং ক্লাসেন যোগ করেন আরও ২৪ রান।
আরও পড়ুন
» রিশাদের ৩ উইকেট, ইসলামাবাদকে হারিয়ে ফাইনালে লাহোর
» আইপিএলে দিল্লির ম্যাচসহ আজকের খেলা (২৪ মে ২৫)
জবাবে ব্যাট করতে নেমে আরসিবির হয়ে ফিল সল্ট ৬২ এবং বিরাট কোহলি ৪৩ রান করলেও ব্যর্থ হয় মিডল অর্ডার। ফলে ৪২ রানে হার মানতে হয় বেঙ্গালুরুকে, এতে শীর্ষে থেকে প্লে-অফে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ হয়ে যায়।
আইপিএলে নতুন রেকর্ড
এদিকে এই ম্যাচেই তৈরি হয়েছে আইপিএলের এক নতুন ইতিহাস। এই প্রথমবার এক মৌশুমে ৪২টি ইনিংসে ২০০ বা তার বেশি রান উঠেছে। ২০২৪ আইপিএলে ২০০+ স্কোর ছিল ৪১ ইনিংসে, ২০২৩-এ ৩৭ ইনিংসে এবং ২০২২-এ ১৮ ইনিংসে। ২০১৮ আইপিএলে ১৫ ইনিংসে ২০০ পার হয়েছিল।
চলতি আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার ২০০+ রান করেছে গুজরাট টাইটানস। তাদের পরেই রয়েছে পাঞ্জাব কিংস, ছয়বার। লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস-দুই দলই পাঁচবার করে ২০০+ করেছে। কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ চারবার করে ২০০+ স্কোর করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করেছে তিনবার, এবং চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস করেছে দুবার করে।
ক্রিফোস্পোর্টস/২৪মে২৫/এসএ
