
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ দল। সেদিন ১ রান করে ফিরে যান তাওহীদ হৃদয়। যে কারণে বেশ সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তবে পরের ম্যাচেই রানে ফেরেন তিনি, তুলে নেন ফিফটি। এবার তৃতীয় ওয়ানডেতেও ফিফটির দেখা পেয়েছেন এই তারকা ব্যাটার।
মঙ্গলবার (৮ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেন তাওহীদ হৃদয়। তবে ফিফটি হাকিয়ে ইনিংস বড় করতে পারেননি তিনি। দুশমন্ত চামিরার বলে বোল্ড হয়ে ফিরে গেছেন। সাজঘরে ফেরার আগে ৭৮ বলে ৩ চার ও ১ ছক্কার মারে ৫১ রান করেন এই ডানহাতি ব্যাটার।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা দেখেশুনে খেলেন হৃদয়। তবে ধীরে ধীরে রানের গতি বাড়ান তিনি। তিনি ব্যাটিংয়ে নেমে বেশ কয়েকটি জুটিতে সঙ্গ দিয়েছেন তিনি। তবে ফিফটি হাকিয়ে আর ইনিংস লম্বা করতে পারেননি। বাংলাদেশের বিপদ বাড়িয়ে দলীয় ১৫৩ রানে ফিরে গেছেন তিনি।
আরও পড়ুন:
» ভয়চেক স্ট্যান্সনির নাটকীয় প্রত্যাবর্তন
» তামিম ভালো বন্ধু, রুবেল বেস্ট ফ্রেন্ড : সাকিব
রানতাড়ায় নেমে দলীয় ২০ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। একে একে ফিরে যান তানজিদ হাসান তামিম (১৭) ও নাজমুল হোসেন শান্ত। এরপর পারভেজ হোসেন ইমন ৪৪ বলে ২৮ রান করে ফিরেন। অধিনায়ক মিরাজ মাঠে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। ২৫ বলে ২৮ রান করে ফিরে গেছেন এই অলরাউন্ডার। এছাড়া শামীম হোসেন ফিরে যান ১২ রান করে।
এর আগে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ভর করে ২৮৫ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। ১১৪ বলে ১৮ চারের মারে ১২৪ রান করেন কুশল। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/বিটি
