Connect with us
ক্রিকেট

বিসিসিআই এর সভাপতি হলেন হৃদয়দের সাবেক কোচ

Mithun Manhas
মিথুন মানহাস। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক কোচ মিথুন মানহাস। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিলো ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হবেন মানহাস। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। 

রজার বিনি গত মাসে পদত্যাগের পর বিসিসিআইয়ের সভাপতির পদ খালি ছিলো। এতদিন অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করেছেন সহ-সভাপতি রাজিব শুক্লা। আজ বিসিসিআইয়ের ৯৪ তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মানহাস।

২০১৭ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে ২ বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন মানহাস। সে সময় দলে ছিলেন তাওহীদ হৃদয়, সাইফ হাসান, নাঈম শেখের মতো ক্রিকেটাররা।



বাংলাদেশ যুবদলের ব্যাটিং পরামর্শক ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে মানহাসের। পাঞ্জাব কিংস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স এর সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

জম্মুতে জন্ম নেওয়া মানহাস প্রথম ব্যক্তি হিসেবে এই অঞ্চল থেকে বিসিসিআই এর সভাপতি হলেন। ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন মানহাস। কখনো আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও রঞ্জি ট্রফিতে দিল্লির অধিনায়কত্ব করেছেন মানহাস।

১৫৭ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ২৭ সেঞ্চুরি সহ মানহাস করেছেন ৯৭১৪ রান। ১৩০ টি লিস্ট ‘এ’ ম্যাচে ৫ সেঞ্চুরি সহ  তার সংগ্রহ ৪১২৬ রান। এছাড়াও ৯১ টি টি-টোয়েন্টি খেলে মানহাস এর সংগ্রহ ১১৭০ রান।

প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি আইপিএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে মানহাসের। দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স এবং চেন্নাই সুপার কিংসের হয়ে মোট ৫৫ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ব্যাট হাতে ২২.৩৪ গড়ে করেছেন ৫১৪ রান।

ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট