Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের আগে রান খরায় হৃদয়–তামিম–সাইফরা

Bd batsman
রান খরায় হৃদয়, সাইফ ও তামিমরা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরু হতে খুব দেশি দেরি নেই আর। ইতিমধ্যেই বাংলাদেশ তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। লিটন দাস আছেন নেতৃত্বে এবং সাইফ হাসান আছেন সহ অধিনায়ক হিসেবে। কিন্তু সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় ১৫ সদস্যদের দল ঘোষণা করলেও রান খরায় ভুগছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সাইফ, তামিম, হৃদয় কেউই আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে গত পরশু দুপুরে আলাদা করে নজর কাড়েন সাইফ হাসান। একজন থ্রোয়ারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা ব্যাটিং অনুশীলন, এরপর দীর্ঘ সময় দৌড় অনুশীলন। ঢাকার হয়ে আগের ম্যাচে একাদশে না থাকা টি–টোয়েন্টি দলের সহ–অধিনায়ক নিজেকে ফিরে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

সেদিন সন্ধ্যায় সিলেট টাইটানসের বিপক্ষে ম্যাচে ঢাকা ক্যাপিটালসের একাদশে ফিরে পাঁচ নম্বরে নেমে করেন ১৪ বলে ২২ রান। তবে এর আগে চার ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না। ৪ বলে ১, ১৭ বলে ৯, ৪ বলে ১, ২৪ বলে ১৫ এই চার ইনিংসেই সাইফের পারফরম্যান্স।



তবে সাইফ একা নন। এবারের বিপিএলে বাংলাদেশের টি–টোয়েন্টি দলের নিয়মিত ব্যাটসম্যানদের বেশির ভাগই আছেন রানখরায়। বিশ্বকাপ সামনে থাকলেও ব্যাটিং পারফরম্যান্সে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব একটা ধারাবাহিকতা দেখাতে পারছে না।

গত বছর টি–টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান ছিলেন তানজিদ হাসান। ছক্কা ও রানের রেকর্ড গড়া সেই ওপেনারকে রাজশাহী ওয়ারিয়র্স সরাসরি চুক্তিতে নিয়েছে। কিন্তু বিপিএলে এসে সেই ছন্দ আর দেখা যাচ্ছে না। ছয় ম্যাচে তাঁর রান ১০, ২০, ২৯, ২, ২১ ও ৫। তবু রাজশাহীর কোচ হান্নান সরকার বিষয়টিকে দেখছেন সময়ের ব্যাপার হিসেবে। তাঁর মতে, টি–টোয়েন্টিতে এক–দুইটা ভালো ইনিংসই ছন্দ ফেরানোর জন্য যথেষ্ট।

এদিকে মিডল অর্ডারের অবস্থাও খুব একটা ভালো নয়। জাকের আলী বাদ পড়ার পর এই জায়গায় ভরসা তাওহিদ হৃদয়, শামীম হোসেন ও নুরুল হাসান। শামীম এক ম্যাচে ৪৩ বলে ৮১ রানের ইনিংস খেললেও পরের তিন ম্যাচে করেছেন ৪, ১১ ও ১। রংপুর রাইডার্স নিলামে বড় অঙ্কে নেওয়া হৃদয় ছয় ম্যাচে করেছেন ১০৬ রান, স্ট্রাইক রেট ১০৯-এর একটু বেশি। নুরুল হাসান চার ইনিংসে করেছেন মাত্র ২০ রান।

প্রসঙ্গত, বিশ্বকাপের আগে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা তাই ব্যাটিং। বাংলাদেশ শেষ পর্যন্ত টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না, তা এখনো নিশ্চিত নয়। কিন্তু খেললেও প্রস্তুতির মঞ্চ হিসেবে ধরা এই বিপিএলে ব্যাটসম্যানদের ফর্ম জাতীয় দলের জন্য চিন্তার কারণ হয়ে উঠছে।

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট