Connect with us
ফুটবল

মেসির চোট কতটা গুরুতর, মাঠের বাইরে থাকতে হবে কত দিন?

Lionel Messi injury update
ইনজুরিতে পড়েছেন মেসি। ছবি- সংগৃহীত

মাঠের সময়টা দারুণ যাচ্ছিলো লিওনেল মেসি। ইন্টার মায়ামির জার্সিতে সবশেষ কয়েকটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন এই আর্জেন্টাইন তারকা। তবে এরই মধ্যে ইনজুরিতে পড়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।

রোববার (৩ আগস্ট) লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মেসি। আক্রমণে যাওয়ার সময় দুই নেকাক্সা ডিফেন্ডারের ট্যাকলে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ফলে ম্যাচের শুরুতেই মাঠ ছাড়তে হয় এই তারকা ফরোয়ার্ডকে।

মেসির চোট কতটা গুরতর সেটা এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, দীর্ঘ সময়ের জন্য মাঠে বাইরে থাকতে হতে পারে মেসিকে। ‘দ্য সকার বিজনেস’ জানিয়েছে, তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন মেসি। যদিও ইনজুরির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তার ক্লাব ইন্টার মায়ামি।



তবে মেসি যদি তিন থেকে চার চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান, সেক্ষেত্রে লিগস কাপে তার ফেরার সম্ভাবনা খুবই কম। তাছাড়া এমএলএসের বেশ কয়েকটি ম্যাচও মিস করবেন তিনি।

লিগস কাপে মায়ামির পরবর্তী ম্যাচ ৭ আগস্ট। গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ইউনিভার্সিদাদ ন্যাকিওনালের মুখোমুখি হবে তারা। ৩১ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে শেষ হতে যাওয়া এই টুর্নামেন্টের পরবর্তীতে রাউন্ডে মায়ামি উঠলেও, মেসিকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে ১০ আগস্ট অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ফের এমএলএস অভিযান শুরু করবে মায়ামি। এরপর ১৬ আগস্ট এলএ গ্যালাক্সি, ২৩ আগস্ট ডিসি ইউনাইটেড এবং ৩০ আগস্ট শিকাগো ফায়ারের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। ইনজুরির কারণে এই ম্যাচগুলো মিস করতে পারেন মেসি।

এদিন চোটে পড়ে মেসি মাঠ ছাড়ার এক মিনিট পরেই গোল পেয়ে যায় মায়ামি। তবে প্রথমার্ধের ৩৩ মিনিটে সমতায় ফেরে নেকাক্সা। এরপর দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে লিড নেয় নেকাক্সা। তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে দলকে সমতায় ফেরান জর্দি আলভা। এরপর টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে যায় মায়ামি।

ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল