Connect with us
ক্রিকেট

কত টাকার মালিক বিশ্বকাপজয়ী স্মৃতি মান্ধানা

স্মৃতি মান্ধানা
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক স্মৃতি মান্ধানা। ছবি: সংগৃহীত

ভারতের নারী ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নাম স্মৃতি মান্ধানা। মাঠে ব্যাট হাতে যেমন সফল, তেমনি মাঠের বাইরে তিনি এখন এক বড় ব্র্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল জিতে ভারতের নারী দল প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের পর আবারও আলোচনায় এই বাঁহাতি ওপেনার।

টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও ইকোনমিক টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে মান্ধানার মোট সম্পদের পরিমাণ প্রায় ‘৩৪ কোটি রুপি’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ‘৪৭ কোটি টাকারও বেশি’। ভারতের হয়ে এখনো সক্রিয় থাকা নারী ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে ধনী।

ক্রিকেট থেকে আয়



ভারতের নারী ক্রিকেটাররা এখন পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি পান। সেই হিসেবে মান্ধানা প্রতিটি টেস্টে ১৫ লাখ, ওয়ানডেতে ৬ লাখ এবং টি–টোয়েন্টিতে ৩ লাখ রুপি করে পান। বিসিসিআইয়ের ‘এ’ ক্যাটাগরির চুক্তিতে থাকা এই ব্যাটার বছরে বোর্ড থেকে আরও ৫০ লাখ রুপি পান।

উইমেন্স প্রিমিয়ার লিগে রেকর্ড চুক্তি

উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লুপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব দেন মান্ধানা। প্রথম আসরেই ৩ কোটি ৪০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি, যা এখনো পর্যন্ত অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকের চুক্তি। ২০২৬ মৌসুমের জন্যও তাকে ধরে রেখেছে দলটি।

ব্র্যান্ড থেকে বিপুল আয়

মান্ধানা এখন ভারতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হুন্দাই, রেড বুল, গার্নিয়ার, মাস্টারকার্ড, নাইকি, হার্বালাইফ, বাটা, হিরো মোটোকর্প, রেক্সোনা ও হ্যাভেলসের মতো শীর্ষ ব্র্যান্ডের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। প্রতিটি ব্র্যান্ড থেকে তিনি ‘৭৫ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ রুপি’ পর্যন্ত নেন। পাশাপাশি তিনি ‘ইউনিসেফ ইন্ডিয়ার শুভেচ্ছাদূত’ হিসেবেও কাজ করছেন।

সম্পত্তি ও ব্যক্তিগত ব্যবসা

মহারাষ্ট্রের সাংলিতে নিজের একটি বিলাসবহুল বাড়িতে থাকেন মান্ধানা। বাড়িটিতে আছে জিম, হোম থিয়েটার ও ছোট একটি পাঠাগার। স্থানীয়ভাবে তিনি পরিচালনা করেন “এসএম ১৮ স্পোর্টস ক্যাফে” নামের একটি রেস্তোরাঁ। মুম্বাই ও দিল্লিতেও তাঁর কিছু সম্পত্তি রয়েছে।

গাড়ি ও ব্যক্তিগত জীবন

বিলাসবহুল গাড়ির প্রতি মান্ধানার তেমন ঝোঁক না থাকলেও তাঁর গ্যারেজে রয়েছে রেঞ্জ রোভার ইভোক, যার বাজারমূল্য প্রায় ৭৩ লাখ রুপি। এর আগে তিনি পরিবারের জন্য কিনেছিলেন মারুতি সুজুকি সুইফট ও হুন্দাই ক্রেটা।

২৯ বছর বয়সী মান্ধানা এখন শুধু বিশ্বকাপজয়ী ক্রিকেটারই নন, ভারতের ক্রীড়াঙ্গনের সফল উদ্যোক্তা ও নারী অনুপ্রেরণার এক প্রতীক। আসছে ডিসেম্বরেই তিনি বলিউড নির্মাতা পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। জীবনের মাঠেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট