এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে মাত্র এক ম্যাচ জিতে সফর শেষ করতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। এবারের বিশ্বকাপ আসরে বাংলাদেশ পাবে ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা।
গত আসরগুলোর থেকে এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ আসর একটু বেশিই জাকজমকপূর্ণ। এবারের বিশ্বকাপের প্রাইজমানিও অনেক বেশি। এবারের নারী বিশ্বকাপে মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা নারী ক্রিকেটে যেকোনো আসরের মধ্যে সর্বোচ্চ। আগামী দুই নভেম্বর অনুষ্ঠিত হবে ক্রিকেটের ফাইনাল ম্যাচ। বিজয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা। ২০২২ নারী বিশ্বকাপের প্রাইজমানি থেকে এবারের প্রাইজমানি বেড়েছে ২৫৭ শতাংশ। যা ২০২৩ ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের থেকেও বেশি।
বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপে এক ম্যাচ জেতায় পাবে ৪১ লাখ ৫৬ হাজার টাকা এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী দল হিসেবে পাবে ৩ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ এবারের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ পাবে মোট ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা। যা গত আসরের থেকে অনেক বেশি।
এবারের নারী বিশ্বকাপ আসর শুরুর আগে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিশ্বকাপের প্রাইজমানি বৃদ্ধি নিয়ে বলেছিলেন, ‘এই ঘোষণা নারী ক্রিকেটের যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক। পুরস্কারের অর্থ চারগুণ বৃদ্ধি নারী ক্রিকেটের জন্য এক স্মরণীয় মুহূর্ত এবং এটি নারী ক্রিকেট বিকশিত করতে আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন।
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/এনজি