
পাকিস্তানের সাথে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচেই মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এই সিরিজে টিকিট বিক্রি থেকে বিসিবির কত টাকা আয় হয়েছে।
এই বিষয়ে বিসিবি আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু জানায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে প্রায় ৩ কোটি টাকার মতো আয় হয়েছে।
আরও পড়ুন:
২০২৫ সালের আগস্টে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা
এই ঘটনায় মেসি ভীষণ হতাশ হয়েছেন : ইন্টার মায়ামি
বিষয়টি নিয়ে বিসিবির এক পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, টিকিট কমিটির পক্ষ থেকে কোনো রিপোর্ট সাবমিট করা হয়নি। অনেক টিকিট কমপ্লিমেন্টারি ছিল, আবার কিছু অফলাইনে বিক্রি হয়েছে। সব মিলিয়ে অডিট শেষে মোট আয় জানা যাবে।
উল্লেখ্য, সিরিজের শেষ ম্যাচ থেকে প্রাপ্ত টাকা মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে। বোর্ড জানিয়েছে, এনএসসি’র অংশ এবং টিকিট ছাপানোর খরচ বাদে বাকি টাকা আহতদের চিকিৎসায় ব্যয় হবে।
ক্রিফোস্পোর্টস/২৭ জুলাই ২৫/এমএ
