Connect with us
ক্রিকেট

নারী আইপিএলের নিলামে বাংলাদেশসহ কোন দেশের কতজন

Women's Premier League
নারী আইপিএলের নিলাম। ছবি: সংগৃহীত

আজ (বৃহস্পতিবার) দিল্লিতে বসেছে ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) বা নারী আইপিএলের নিলাম। এবারের নিলামে ভারতের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের দিকেও নজর থাকছে পাঁচ ফ্র্যাঞ্চাইজির। এবারের আসরে খেলতে নাম লিখিয়েছেন ৩ জন বাংলাদেশী। তাই বাড়তি ভাবে নিলামের উপর নজর থাকছে সবার।

এবারের নিলামে দল গড়ার জন্য প্রতিটি দলের কাছে ১৫ কোটি রুপি করে থাকছে। তার মধ্যে প্রতি দলই কিছু টাকা ব্যয় করেছে পুরনো ক্রিকেটার ধরে রাখতে। এখন মোট ৪১ কোটি ১০ লাখ রুপি রয়েছে দলগুলোর কাছে।

এবার মেয়েদের আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন মোট ২৭৭ জন ক্রিকেটার। পাঁচটি দলে বাকী ৭৩ জনের জায়গা। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ ২৩ জন বিদেশি। নিলামে মোট নাম লিখিয়েছেন ৮৩ জন বিদেশি খেলোয়াড়। তাদের মধ্যে সর্বাধিক ২৩ জন অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের ২২ ক্রিকেটার রয়েছে নিলামে। এ ছাড়া বাংলাদেশ থেকে আছেন ৩ জন।



বড় নিলামের আগে নিজেদের সেরা ক্রিকেটারদের ধরে রাখার করেছে দলগুলো। সবচেয়ে বেশি পাঁচ জন করে ক্রিকেটার ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। সবচেয়ে কম এক জনকে ধরে রেখেছে ইউপি ওয়ারিয়র্জ।

ভারতের হয়ে বিশ্বকাপজয়ী দীপ্তি শর্মা, ক্রান্তি গৌড়, হারলিন দেওল, রেণুকা সিং ঠাকুরদের পাশাপাশি মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, সোফি ডিভাইনের মতো বিদেশি তারকাদের দিকেও নজর খাকবে দলগুলোর। চমক দেখাতে পারেন বাংলাদেশের তারকা পেসার মারুফা আক্তার।

এবারের নিলামে কোন দেশ থেকে কতজন: 

অস্ট্রেলিয়া: ২৪

ইংল্যান্ড: ২১

নিউজিল্যান্ড: ১৩

দক্ষিণ আফ্রিকা: ১১

ওয়েস্ট ইন্ডিজ: ৪

শ্রীলঙ্কা: ৩

বাংলাদেশ: ৩

সংযুক্ত আরব আমিরাত (ইউএই): ২

যুক্তরাষ্ট্র: ১

থাইল্যান্ড: ১

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট