Connect with us
ফুটবল

বাংলাদেশের এশিয়ান কাপ স্বপ্ন কতদূর, যা বলছে সমীকরণ

Hamza Choudhury and Shamit Shome in Bangladesh team
বাংলাদেশ ফুটবলে হামজা-সামিত। ছবি- সংগৃহীত

এশিয়ান কাপের স্বপ্ন বাস্তব অর্থে টিকিয়ে রাখতে গতকালের ম্যাচে হংকংকে হারাতেই হতো বাংলাদেশকে। তবে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে গিয়ে হৃদয় ভেঙেছে লাল-সবুজের প্রতিনিধিদের। এতে অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার স্বপ্ন। তবে কাগজে কলমে এখনো টিকে রয়েছে আশা।

নিজেদের প্রথম তিন ম্যাচে কোন জয় না পেলেও বাংলাদেশের সামনের সুযোগ থাকছে এশিয়ান কাপে কোয়ালিফাই করার। তবে এর জন্য নিজেদের বাকি তিন ম্যাচের সবকটিতে জিততে হবে হামজা-জামালদের। কিন্তু এর মধ্যে আর কোন ম্যাচে পরাজয় বরণ করলে রীতিমতো সকল ধরনের বাস্তব সম্ভাবনা হারিয়ে যাবে হাভিয়ের কাবরেরার শিষ্যদের।

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে হংকং ছাড়াও রয়েছে ভারত ও সিঙ্গাপুর। প্রতিটি দলে ইতিমধ্যে খেলে ফেলেছে নিজেদের তিনটি করে ম্যাচ। যেখানে নিজেদের সর্বশেষ ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভারত।



চার দলের মধ্যে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে হংকং। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর। আর ভারতের আছে ২ পয়েন্ট। এদিকে ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে বাংলাদেশ।

বাকি তিন ম্যাচে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে একটি করে ম্যাচ খেলতে বাংলাদেশ। প্রতিটি ম্যাচে যদি জয় তুলে নিতে পারে জামালরা, তবে সর্বোচ্চ ১০ পয়েন্ট পাবে তারা। শুধু জিতলেই চলবে না, তাদের তাকিয়ে থাকতে হবে বাকি দলের ফলাফলের দিকে।

যেহেতু এই গ্রুপ থেকে মাত্র একটি দল টিকিট পাবে এশিয়ান কাপে খেলার, তাই বাংলাদেশের বিশেষ নজর থাকবে হংকংয়ের ম্যাচ ফলাফলের দিকে। তারা যদি তাদের বাকি তিন ম্যাচে বাংলাদেশের সঙ্গে পরাজয়ের পাশাপাশি অন্য কোনও একদলের বিপক্ষে হারে, তবে কপাল খুলে যেতে পারে হামজাদের। অর্থাৎ ভারত ও সিঙ্গাপুর ম্যাচে যেকোনো একটির বেশি জেতা যাবে না হংকংকে।

আর তাহলেই হংকংয়ের সর্বোচ্চ পয়েন্ট হবে বাংলাদেশের (যদি সব ম্যাচে জয় পায়) সমান ১০। তখন হিসেব আসবে গোল ব্যবধানের। এদিকে গ্রুপে বর্তমানে দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরকে নিয়েও ভাবতে হবে বাংলাদেশকে। হামজাদের সঙ্গে পরাজয়ের পাশাপাশি অন্য কোনও এক ম্যাচ ড্র কিংবা হার পেতে হবে সিঙ্গাপুরকে। তাহলে সর্বোচ্চ ৯ পয়েন্ট পেতে পারে তারা। আর এত সব সমীকরণ মেলাতে জয়ের পাশাপাশি ভাগ্যের প্রয়োজন বাংলাদেশের।

উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর কঠিন পরীক্ষা দিতে হংকংয়ের মাটিতে খেলবে বাংলাদেশ। যেখানে তাদের সামনে থাকবে গত রাতের প্রতিশোধ নেয়ার। এরপর ১৮ নভেম্বর ভারতের মুখোমুখি হবে হামজা-জামালরা। এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বছর ৩১ মার্চ ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল