Connect with us
ফুটবল

কোয়ার্টারে হেরেও যেভাবে জিতে গেলেন ব্রাজিলিয়ান তরুণ তারকা

কোয়ার্টারে হারের পর এস্তেভাওর পাশে চেলসি ফুটবলাররা। ছবি- সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টারে আজ সকালে মাঠে নেমেছিল চেলসি ও পালমেইরাস। এদিন ইংলিশ ক্লাবের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয় ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। যেখানে গোল করেও দলকে শেষ পর্যন্ত জেতাতে পারেননি ব্রাজিলের বিস্ময় বালক এস্তেভাও উইলিয়ান। তবে ম্যাচ হেরেও যেন এদিন জিতে গেছেন তিনি।

কেননা আজকেই ছিল পালমেইরাসের হয়ে এস্তেভাও এর শেষ ম্যাচ। এরপর তিনি পাড়ি জমাবেন চেলসিতেই। আর নিজের সেই নতুন ক্লাবের বিপক্ষেই সাবেক ক্লাবের হয়ে অন্তিম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। আর তাই তো ম্যাচ শেষে চেলসি ফুটবলাররা এস্তেভাওকে ঘিরে ধরে সান্তনা ও উৎসাহ যোগান।

কারণ এখন থেকে এই ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার হয়ে উঠেছেন একজন চিলসির সদস্য। যদিও ক্লাব বিশ্বকাপ শেষ হলেই নিজের নতুন দলে যোগ দেবেন তিনি। এতে এস্তেভাওরা কোয়ার্টারে জিততে না পারলেও জিতে গেছে তার নয়া ক্লাব। পালমেইরাস সেমিতে উঠতে না পারায় তাই হয়তো এখন চেলসিকেই সমর্থন জানাবেন এস্তেভাও।


আরও পড়ুন:

» পালমেইরাসকে হতাশায় ডুবিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিতে চেলসি

» হিলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিতে ব্রাজিলের ক্লাব


আর চেলসিও যে ইতোমধ্যে এস্তেভাওকে নিজেদের সদস্য হিসেবেই ধরে নিয়েছেন, তা বেশ ভালো ভাবেই বোঝা গেছে পালমেইরাসের সঙ্গে এদিন ম্যাচ শেষ হতেই। যদিও চেলসির বিপক্ষে এদিন একমাত্র গোলও করেছিলেন এস্তেভাও। তার এমন পারফরম্যান্স দেখে হয়তো ইংলিশ ক্লাবটি আবারও বুঝে গেছে, ভুল জায়গায় অর্থ ঢালেনি তারা।

চেলসির সঙ্গে দীর্ঘ ৭ বছরের বিশাল চুক্তি করেছেন এস্তেভাও। এতে ২০৩৩ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলটির হয়ে খেলবেন ব্রাজিলিয়ান তরুণ তারকা। অল্প বয়সেই সকলের নজরকারা এই প্রতিভা বোনাসসহ চেলসিতে নাম লিখিয়েছেন প্রায় ৬০ মিলিয়ন ইউরোতে। ফুটবলীয় দক্ষতার কারণে তাকে ‘ছোট মেসি’ বলে ডাকেন অনেকে।

ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল