
এশিয়া কাপ সামনে, তার আগে ঘরের মাঠে ডাচদের বিপক্ষে প্রস্তুতি সিরিজ। সিলেট মিশনের আগে মিরপুরে শুরু হয়েছে টাইগারদের ঘাম ঝরানো পর্ব!
৭ আগস্ট থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে এশিয়া কাপকে সামনে রেখে টাইগারদের ফিটনেস ক্যাম্প। ট্রেনার নিক লির অধীনে ক্রিকেটাররা অংশ নিয়েছেন জিম সেশন ও কন্ডিশনিং ট্রেনিংয়ে। এই অনুশীলন চলবে ১৪ আগস্ট পর্যন্ত।
১৫ আগস্ট থেকে শুরু হবে মূল অনুশীলন ক্যাম্প- ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং মিলিয়ে পাঁচদিনের স্কিল ট্রেনিং। এরপর ক্যাম্প সরবে সিলেটে।
২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে টাইগারদের আবাসিক ক্যাম্প। এশিয়া কাপের আগে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক সিরিজ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে- ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর এবং ৩ সেপ্টেম্বর।
ব্যাটিং ইউনিটকে আরও ধারালো করতে আগামী ৭ আগস্ট যোগ দেবেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। হেড কোচ ফিল সিমন্স ও কোচিং স্টাফরা ফিরবেন ১০ বা ১১ আগস্ট।
নেদারল্যান্ডস সিরিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এশিয়া কাপে ভালো ফলের দিকে তাকিয়ে আছে টাইগাররা। প্রস্তুতির মাঠে এখন শুধু ঘাম ঝরানোর পালা।
ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/এনজি
