
এশিয়া কাপের সবশেষ আসরে খেলতে পারেনি হংকং। তবে এক আসর পর পুনরায় এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে দলটি। এবারের আসরে বাংলাদেশের গ্রুপেই আছে তারা। টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে দলটি।
আসন্ন আই টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুত করতে কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে হংকং। দলের প্রধান কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক ব্যাটার কুশল সিলভাকে নিয়োগ দিয়েছে দলটি। সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে হংকং।

কুশল সিলভা। ছবি- সংগৃহীত
প্রথমবারের মতো জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছেন সিলভা। এর আগে শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। তবে সেগুলো ছিল ঘরোয়া ক্রিকেটে।
২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৩৯ টেস্ট খেলে ২০৯৯ রান করেন সিলভা। যেখানে ৩টি সেঞ্চুরি ও ১২টি ফিফটি রয়েছে তার। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ছিলেন সিলভা। ২০৯ ম্যাচ খেলে ৪৬.৪৪ গড়ে ১৩ হাজার ৯৩২ রান করেন তিনি, যেখানে ৪১টি সেঞ্চুরি ও ৫৪টি ফিফটি রয়েছে।
আরও পড়ুন:
» ভক্তদের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানালেন তাসকিন
» বন্ধুর অভিযোগ নিয়ে মুখ খুললেন তাসকিন, যা বলছে বিসিবি
সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়া এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশানুরূপ সাফল্য পায়নি হংকং। টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক মালয়েশিয়ার কাছে ১০ উইকেটে হেরে শিরোপা খুইয়েছে তারা। আসন্ন এশিয়া কাপে আরো শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে তাদেরকে। যে কারণে টুর্নামেন্ট শুরুর মাস দেড়েক আগেই কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড।
এবারের এশিয়া কাপে বি গ্রুপ থেকে অংশ নেবে হংকং। যেখানে বাংলাদেশসহ দলটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে হংকং। এরপর ১১ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি।
উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারের আসরে ২ দল বেড়ে মোট ৮ দল অংশ নেবে, যেখানে হংকংসহ আইসিসির ৩ সহযোগী দেশ অংশ নেবে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৫/বিটি
