Connect with us
ক্রিকেট

আফগানদের কাছে হার ভুলে বাংলাদেশ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় হংকং

Hong Kong aim to bounce back against Bangladesh after the setback to Afghanistan.
বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় হংকং। ছবি- সংগৃহীত

আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে গতকাল (মঙ্গলবার) পর্দা উঠেছে ২০২৫ এশিয়া কাপের। তবে টুর্নামেন্টের শুরুতেই বড় হোঁচট খেয়েছে হংকং। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৯৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। তবে এই হার ভুলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি।

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলতে যাওয়া লিটনরা এশিয়া কাপে দারুণ এক শুরুর অপেক্ষায়। তবে এই ম্যাচকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছে প্রথম ম্যাচে আফগানদের কাছে বাজেভাবে হারা হংকং।

প্রথম ম্যাচে হার ও বাংলাদেশ ম্যাচ নিয়ে হংকংয়ের লঙ্কান কোচ কুশল সিলভা বলেন, ‘আপনারা জানেন, আমরা ফ্লাডলাইটের আলোয় খেলে অভ্যস্ত না। সেটাও আবার টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে। এটা সত্যি যে, আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। তবে এরপর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে কী হলো সেটা ভুলে যেতে হবে এবং পরবর্তী ম্যাচে নতুন করে শুরু করতে হবে।’



বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ খুবই দারুণ দল। তাদের দলে ভালো ভালো স্পিনার আছে। তাদের ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী। তবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি ম্যাচে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবো। এই ম্যাচে যেন ভালো করতে পারি, সেই ব্যাপারে কাজ করতে হবে।’

তাছাড়া বাংলাদেশের বিপক্ষে জয় পেতে চাইলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে মনে করেন সিলভা, ‘বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দলগুলো খুব প্রতিযোগিতামূলক। এ ধরণের প্রতিপক্ষের বিপক্ষে খেলার সময় আমাদেরকে নিজেদের খেলার উপর বেশি মনোযোগ দিতে হবে এবং নিজেদের সেরাটা বের করে আনতে হবে। বাংলাদেশ খুব মানসম্পন্ন একটি দল। তাই আমাদেরকেও মানসম্পন্ন ক্রিকেট খেলতে হবে এবং ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে।’

আগামীকাল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও হংকং। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট