
গতকাল রাতটা যেন পেনাল্টি মিসের রাত। ইউরোপীয় অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে একে একে পেনাল্টি মিস করেছেন চার তারকা ফুটবলার। ইসরায়েলের বিপক্ষে দু’বার পেনাল্টি মিস করেছেন আর্লিং হলান্ড। পরে অবশ্য হ্যাটট্রিক করে দলকে পুষিয়ে দিয়েছেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে পেনাল্টিতে ব্যর্থ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেন জয় তুলে নিলেও পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছেন ফেরান তোরেস। একইভাবে এস্তোনিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে পেনাল্টিতে বল জালে জড়াতে পারেননি মাতেই রেতেগুই।
ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামে নরওয়ে। ম্যাচের ছয় মিনিটেই পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ আসে হলান্ডের সামনে। তবে ইসরায়েলের গোলরক্ষক ড্যানিয়েল পেরেটজের প্রতিরোধে ব্যর্থ হন হলান্ড। কিন্তু পেরেটজ আগেই গোললাইন ছেড়ে গিয়েছিলেন বলে পুনরায় পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত দেন পোলিশ রেফারি সিমন মারচিনিয়াক। এবারও গোলরক্ষকের দক্ষতায় ব্যর্থ হন হলান্ড। তবে হতাশ করেননি দলকে—আদায় করে নেন হ্যাটট্রিক। হলান্ডের হ্যাটট্রিকে ৫-০ ব্যবধানে জয় পায় নরওয়ে। ইসরায়েলের বিপক্ষে জয় নিয়ে ছয় ম্যাচে ছয়টিতেই জয় তুলে নিয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষে আছে দলটি।
হ্যাটট্রিকের মাধ্যমে নরওয়ের হয়ে ক্যারিয়ারে ৫১টি গোল করেছেন হলান্ড, যা নরওয়ের ইতিহাসে সর্বোচ্চ। ৫০ গোলের মাইলফলক স্পর্শ করতে হলান্ড খেলেছেন মাত্র ৪৬টি ম্যাচ। এই মাইলফলক স্পর্শ করতে ইংল্যান্ডের হ্যারি কেনকে খেলতে হয়েছে ৭১টি ম্যাচ, ৭৪ ম্যাচ খেলে ৫০ গোল করেছেন ব্রাজিলের নেইমার, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের খেলতে হয়েছে ৯০টি ম্যাচ, মেসির ৫০ গোল করতে লেগেছিল ১০৭টি ম্যাচ এবং ক্রিস্টিয়ানো রোনালদোর লেগেছিল ১১৪টি ম্যাচ।
এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অস্তিত্ব রক্ষার ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামে ইতালি। এস্তোনিয়াকে ৩-১ ব্যবধানে হারায় ইতালি। ম্যাচটিতে পেনাল্টি মিস করেছেন রেতেগুই। ম্যাচের ৩৬ মিনিটে পাওয়া পেনাল্টিতে গোল করতে পারলে ম্যাচের ব্যবধান আরও বাড়াতে পারত ইতালি। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’-এ রয়েছে ইতালি।
অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচের শেষের দিকে গোল করে আয়ারল্যান্ডকে পরাজিত করেছে পর্তুগাল। ম্যাচের অতিরিক্ত সময়ে রুবেন নেভেসের গোলে জয় পায় পর্তুগাল। এই ম্যাচের ৭৫ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল, তবে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন রোনালদো। তিন ম্যাচে টানা জয় নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে রয়েছে পর্তুগাল।
গতকাল রাতে জর্জিয়ার বিপক্ষেও পেনাল্টি মিস করেছে স্পেন। তবে ২-০ গোলে জর্জিয়াকে হারিয়েছে তারা। স্পেনের হয়ে গোল করেছেন ইয়েরেমি পিনো ও মিকেল ওয়ারিজাবাল। ম্যাচের ২৯ মিনিটে সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন ফেরান তোরেস। এই জয়ের পর তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে স্পেন।
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/এনজি
