Connect with us
ফুটবল

রোনালদো ও মেসির পর্যায়ে পৌঁছে গেছে হলান্ড: গার্দিওলা

গার্দিওলা ও হলান্ড
পেপ গার্দিওলা ও আর্লিং হলান্ড। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর যেন ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। 

একের পর এক গোলে দারুণ সব রেকর্ড গড়ছেন তিনি। ফলে, তার প্রশংসা করতে গিয়ে কোনো দ্বিধা ছাড়াই দুই গ্রেট লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর তুলনা টানলেন সিটি কোচ পেপ গার্দিওলা।

সবশেষ ম্যাচে রোববার বোর্নমাউথের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথমার্ধেই দুই গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। এর মাধ্যমে দারুণ একটি কীর্তিও গড়েন নরওয়ে তারকা; প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা চার ম্যাচে দুই বা এর বেশি গোল করার কীর্তি গড়লেন তিনি।



সিটির জার্সিতে তিন মৌসুমের মধ্যে প্রথম দুইবারের গোল্ডেন বুট জয়ী হলান্ড এবার শুরু থেকেই শীর্ষস্থান পাকা করে চলেছেন। ১০ রাউন্ডেই ১৩ গোল করে ফেলেছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে আছেন সাত গোলে।

ম্যাচ শেষে হলান্ডকে প্রশংসায় ভাসালেন সিটি কোচ গার্দিওলা। তার মতে, এই তারকা ফরোয়ার্ড এখন মেসি-রোনালদোর মতোই দলের নির্ভরযোগ্য অস্ত্র।

হলান্ড কে নিয়ে গার্দিওলা বলেন, ‘অবশ্যই আমরা দারুণ পারফর্ম করেছি, হলান্ড ব্যবধান গড়ে দিয়েছে। বিষয়টা কিছুটা মেসি ও ক্রিস্টিয়ানোর সঙ্গে খেলার মতো।’

হলান্ডের পরিসংখ্যানের দিকে ইঙ্গিত করে গার্দিওলা বলেন, ‘ছেলেটার সংখ্যাগুলো দেখেছেন? ওহ ইশ্বর, হ্যাঁ, অবশ্যই সে সংখ্যার বিচারে ক্রিস্টিয়ানো ও মেসির মানে পৌঁছে গেছে।’

আরও একটি দারুণ মাইলফলকও এখন হাতছানি দিচ্ছে হলান্ডকে, আর মাত্র দুটি গোল করলেই প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি স্পর্শ করবেন হলান্ড।

১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার ২য় অবস্থানে রয়েছেন গার্দিওলার শিষ্যরা। শীর্ষে থাকা আর্সেনালের সাথে তাদের পয়েন্টের পার্থক্য ৬।

ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল