Connect with us
ক্রিকেট

রিশাদের ব্যর্থতার দিনে হোবার্টের হার

Rishad
রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত

বিগ ব্যাশে এবারের আসরের শুরুটা ভালো হয়নি রিশাদের হোবার্ট হারিক্যান্সে। প্রথম ম্যাচেই হারের মুখ দেখেছে দলটি। তবে এরপরই ঘুরে দাড়ায় হোবার্ট, টানা তিন ম্যাচে টানা জয় নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে রয়েছে দলটি। 

তবে টানা চতুর্থ জয় পেলো না হোবার্ট। পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৪০ রানের বড় ব্যবধানে হারল রিশাদ হোসেনের দল। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২৯ রান করে পার্থ স্কর্চাস। জবাবে ১৮৯ রানে গুটিয়ে যায় হোবার্টের ইনিংস।

হোবার্টের হারের দিনে বল হাতে শুরুটা দারুণ করলেও শেষটা রাঙাতে পারেননি রিশাদ। নিজের প্রথম দুই ওভারে ১১ রান দেওয়া রিশাদ নিজের স্পেল শেষ করেছেন বিনা উইকেটে ৩৫ রানে। ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি এই তরুণ স্পিন অলরাউন্ডার, করেছেন ৮ বলে ১০ রান।



ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে পার্থ। ১০ বলে ১৬ রান করে আউট হন ওপেনার ফিন অ্যালেন। আর ৮ বলে ৪ রান করেন কুপার কনোলি। তৃতীয় উইকেটে অ্যারন হার্ডি ও মিচেল মার্শ মিলে গড়েন ১৬৪ রানের বিশাল জুটি। তাতেই পাহাড়সমান সংগ্রহ পায় পার্থ। সেঞ্চুরির দেখা পেয়েছেন মিচেল মার্শ। মাত্র ৫৮ বলে ১০২ রান করেন তিনি। এদিকে ৬ রানের আক্ষেপ থেকে যায় হার্ডির। ৪৩ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি।

২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হোবার্ট। বড় স্কোর করতে পারেননি কেউই। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রানের ইনিংসটি খেলেন নিখিল চৌধুরী। ম্যাথু ওয়েড করেন ২৯ রান। আর ২৭ রান আসে ওপেনার টিম ওয়ার্ডের ব্যাট থেকে।

পার্থের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন অ্যাস্টন আগার। আর ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান মিচেল মার্শ।

ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট