Connect with us
ক্রিকেট

পাকিস্তানে ইতিহাসগড়া শান্তরা বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন

Bangladesh won series against Pakistan
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বড় অঙ্কের অর্থ পাচ্ছেন ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট দল যখনই দেশের জন্য কোনো সাফল্য বয়ে আনেন, তখনই বোর্ড তাঁদের পুরস্কৃত করে। কোনো দ্বিপাক্ষিক সিরিজ জয়, মেগা ইভেন্টে ভালো পারফরম্যান্স করলে পুরস্কার পেয়ে থাকেন ক্রিকেটার থেকে শুরু করে দলের অন্যান্য সদস্যরাও। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। যার সুবাদে বড় অঙ্কের অর্থ পুরস্কার পেতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ। এর ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বড় অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছিলেন সাকিব-হৃদয়রা। এবার পাকিস্তানকে দুই টেস্টে ধবলধোলাই করেও বোনাস পেতে যাচ্ছেন টাইগাররা।

বিসিবি সূত্রে জানা গেছে, ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পেতে যাচ্ছে টেস্ট দলে থাকা ক্রিকেটাররা। আগামীকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের হাতে এই অর্থ তুলে দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আরও পড়ুন:

» বাংলাদেশকে হারাতে তেমন সমস্যা হবে না, বলছেন দীনেশ কার্তিক 

» সামাজিক মাধ্যমে অনন্য মাইলফলক স্পর্শ করে যা বললেন রোনালদো

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর পাকিস্তানের বিপক্ষে এটাই ছিল বাংলাদেশের প্রথম জয়।

তারপর দ্বিতীয় টেস্টে বাবর আজমদের ৬ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তরা। এর ফলে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট