
দেশের ফুটবল আকাশে উড়ছে সাফল্যের পতাকা। অন্যদিকে ভিন্ন চিত্র ক্রিকেটাঙ্গনে। লঙ্কা সফরে টেস্ট সিরিজ খোয়ানোর পর ওয়ানডেতে মুখ থুবড়ে পড়লেও ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ওয়ানডেতে। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি শ্রীলংকা ও বাংলাদেশ।
শ্রীলংকার মাটিতে কখনো ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার সেই সুযোগ এসেছে টাইগারদের। ক্যান্ডির পাল্লেকেলেতে বাংলাদেশ সময় বেলা তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। দুই দল এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে।
কলম্বোর প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ে মেহেদি মিরাজের দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের কৃতিত্বে ১৬ রানে জয় পায় টাইগাররা। সিরিজে ফেরে সমতা।
আরও পড়ুন
» দিয়োগো জোটার স্মরণে যেভাবে এক হলো গোটা ফুটবল দুনিয়া
» বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ জুলাই ২৫)
দ্বিতীয় ম্যাচে পারভেজ ইমন ও তাওহীদ হৃদয় পেয়েছেন হাফসেঞ্চুরি। তবে বাংলাদেশের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ৩৯ রানে পেয়েছেন ক্যারিয়ার সেরা ৫ উইকেট।
ওয়ানডেতে টানা সাত ম্যাচে হারার পর জয়ে এসেছে টাইগারদের। ফিরেছে আত্মবিশ্বাস। পাল্লেকেলেতে যা কাজে লাগাতে প্রস্তুত টাইগাররা। পারভেজ হোসেন ইমন জানতেন না লংকায় কখনো সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার তা করে দেখাতে চান তিনি।
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/এজে
