
দীর্ঘ ইনজুরি ও হতাশার সময় পেরিয়ে আবারও গুরুত্বপূর্ণ ম্যাচে ফর্মে ফিরলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার হিদার নাইট। ভারতের বিপক্ষে শতক হাঁকিয়ে দলকে সেমিফাইনালে তোলার পাশাপাশি নিজের ফর্ম ফিরে পেয়েছেন তিনি।
রবিবার ইন্দোরে নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে ৩৪ বছর বয়সী নাইট খেলেন ১১৫ রানের ইনিংস, যেখানে ছিল ১৫ চার ও একটি ছয়। তার ব্যাটে ভর করেই চার রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় ইংল্যান্ড, যা নিশ্চিত করে তাদের সেমিফাইনালের টিকিট।
নাইট ম্যাচসেরাও হয়েছেন এই পারফরম্যান্সে। ম্যাচ শেষে তিনি বলেন, “সত্যি বলতে, এই বছরটা আমার জন্য ভালো যাচ্ছিল না। ইনজুরির পর মাঠে ফিরতে পারবো কি না, সেটা নিয়েও অনিশ্চয়তা ছিল। তাই এখন দলের সাফল্যে অবদান রাখতে পারাটা দারুণ অনুভূতি।”
এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থ অ্যাশেজ সিরিজের পর নেতৃত্ব হারান নাইট। এরপর মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মারাত্মক হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। সেই চোটের কারণে বিশ্বকাপে খেলার সম্ভাবনাও ছিল অনিশ্চিত। তবে কয়েক মাসের রিহ্যাব ও পরিশ্রমের ফলেই তিনি দলে ফিরে এসেছেন পূর্ণ আত্মবিশ্বাসে।
ভারতের বিপক্ষে এই ম্যাচটি নাইটের জন্য আরও বিশেষ হয়ে ওঠে আরেকটি কারণে এটাই ছিল তার আন্তর্জাতিক ক্রিকেটের ৩০০তম ম্যাচ। ইংল্যান্ডের হয়ে এর আগে মাত্র দুজন নারী ক্রিকেটার এই মাইলফলক ছুঁতে পেরেছেন।
তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলকে এগিয়ে রাখতেই বেশি আনন্দ পান নাইট। তার ভাষায়, “ব্যক্তিগত রেকর্ড ভালো লাগলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। ভারতের মাটিতে এমন ম্যাচে জেতা সহজ নয়। তাই আজকের দিনটা আমাদের সবার জন্যই বিশেষ।”
ইংল্যান্ড এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। নাইটের এই ফর্ম অব্যাহত থাকলে দলটির পঞ্চম বিশ্বকাপ শিরোপা জয়ের পথ আরও সহজ হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/টিএ
