ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতি নিতে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের বাকী ম্যাচগুলো না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অজি ব্যাটার ট্রাভিস হেড।
আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়া জাতীয় দল ছেড়ে প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হেড। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এখন ১-১ সমতায় রয়েছে। সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ ও ৮ নভেম্বর।
ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ শুরু ২১ নভেম্বর। হেডের পাশাপাশি জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি ও মারনাস লাবুশেনও অ্যাশেজের প্রস্তুতি নিতে নিজেদের রাজ্য দলে যোগ দিয়েছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচের একাদশে থাকতে পারেন, এমন সবাই ১০ নভেম্বর থেকে শুরু হতে চলা শেফিল্ড শিল্ডের চতুর্থ রাউন্ডে খেলবেন।হেডকে দেখা যাবে দক্ষিণ অস্ট্রেলিয়ার জার্সিতে, প্রতিপক্ষ তাসমানিয়া। ২৯ বছর বয়সী ব্যাটসম্যান সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে।ফলো করুন
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তথ্য মতে, পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচের একাদশে থাকতে পারেন এমন সবাই ১০ নভেম্বর থেকে শুরু হতে চলা শেফিল্ড শিল্ডের চতুর্থ রাউন্ডে খেলবেন।
ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৫/এআই