Connect with us
ফুটবল

লাল-সবুজের জার্সিতে আর দেখা যাবে না তাকে, যে বার্তা দিলেন সতীর্থরা

Ashraful Islam Rana
আশরাফুল ইসলাম রানা। ছবি- সংগৃহীত

ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। আজ শুক্রবার (২৩ মে) পেশাদার ক্যারিয়ারের ইতি টানলেন বাংলাদেশ জাতীয় দলে খেলা এই ফুটবলার।

আশরাফুল আগেই জানিয়েছিলেন, চলতি মৌসুমের শেষে বুট ও গ্লাভসজোড়া তুলে রাখবেন। আজ কুমিল্লায় মোহামেডানের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ব্রাদার্স ইউনিয়ন। এই ম্যাচ দিয়েই পেশাদার ক্যারিয়ারে ইতি টেনেছেন এই গোলরক্ষক।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার দুই দলের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। আগেই শিরোপা নিশ্চিত করা মোহামেডান শেষ বাঁশি বাজার পরেই শিরোপা উৎসবে মাতে। তবে অন্যদিকে বিদায়ের প্রস্তুতি নেন রানা। পেশাদার ফুটবলে রানার শুরুটা হয়েছিল এই মোহামেডানের জার্সিতেই। তবে শেষটা হলো তাদের বিপক্ষে খেলে।

আরও পড়ুন :

» বাংলাদেশের সঙ্গে খেলেই ১৭ বছরের অধ্যায় শেষ করবেন ম্যাথিউস

» বাংলাদেশের ফুটবলে সুদিন ফিরছে, অপেক্ষা করছে যে চমক 

রানার বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে এক পোস্টে জিকো লিখেছেন, ‘আশরাফুল রানা ভাই আজ অবসর নিয়েছেন।তার সাথে আমার অনেক ভালো স্মৃতি আছে। মাঠে এবং মাঠের বাইরে আমরা ছিলাম ভাই বন্ধুর মতো। আমি রানা ভাইয়ের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

২০১৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি ছেড়ে পেশাদার ফুটবলে যোগ দেন রানা। ২০১৪-১৫ মৌসুমে মোহামেডানের জার্সিতে পেশাদার ক্যারিয়ারের শুরু করেন তিনি। এরপর ২০১৫ সালের ডিসেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় রানার।

শুরুটা মোহামেডানের জার্সিতে হলেও ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের জার্সিতে। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত শেখ রাসেলের জার্সিতে খেলেছেন তিনি। এই পাঁচ মৌসুমে ক্লাবটির হয়ে ৮৬ টি ম্যাচ খেলেন রানা। শেখ রাসেল ছেড়ে ২০২৩-২৪ মৌসুমে চিটাগং আবাহনীতে যোগ দেন তিনি। সেখানে এক মৌসুম কাটিতে গত বছর যোগ দেন ব্রাদার্স ইউনিয়নে। আর সেখানেই ক্যারিয়ারের ইতি টানলেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

এদিকে ২০১৫ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর দীর্ঘদিন নিয়মিত ছিলেন রানা। তবে ২০২২ সালে ইনজুরির কারণে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছিলেন তিনি। এরপর জাতীয় দলে তাকে আর দেখা যায়নি। এই ৮ বছরে জাতীয় দলের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

ক্রিফোস্পোর্টস/২৩মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল