Connect with us
ক্রিকেট

লারার সম্মানে ৩৬৭ রান করে ইনিংস ছাড়লেন মুলডার

Mulder retires after scoring 367 runs in Lara's honour
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ওয়ান মুল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে হাশিম আমলার পর দ্বিতীয় প্রোটিয়া হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও পেস অলরাউন্ডার ওয়ান মুল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে এক অবিস্মরণীয় কীর্তি গড়েছেন। ৩৬৭ রানের বিশাল ইনিংস খেলে হাশিম আমলার পর দ্বিতীয় প্রোটিয়া হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন এবং অ্যাওয়ে টেস্টে হানিফ মোহাম্মদের রেকর্ড ভেঙে দেন।

এখানেই শেষ নয়, কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্বরেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এসেও ইনিংস ঘোষণা করে দেন এই ব্যাটার।

বুলাওয়ে টেস্টের অধিনায়ক হিসেবে মুল্ডার নিজেই লারার প্রতি সম্মান জানিয়ে এই মহৎ সিদ্ধান্ত নেন। এর ফলে তিনি ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় পঞ্চম স্থানেই সন্তুষ্ট থাকেন।

আরও পড়ুন:

» টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা

» এশিয়ান কাপের টিকিট নিয়ে ফিরেই যা বললেন পিটার বাটলার

বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে লারা ২০০৪ সালে এই কোয়াড্রপল সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন। মুল্ডারের এমন ঐতিহাসিক ইনিংসের মাঝেই প্রোটিয়া দল ৫ উইকেটে ৬২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে, যখন মুল্ডার নিজেই অপরাজিত ছিলেন ৩৬৭ রানে।

এর আগেও বেশ কয়েকজন ব্যাটার ট্রিপল সেঞ্চুরির পর ইনিংস ছেড়েছেন, তবে লারার রেকর্ড ভাঙার এত কাছে এসে মুল্ডারের মতো দৃষ্টান্ত স্থাপন করেননি কেউ। ডেভিড ওয়ার্নার ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে ৩৩৫ রান করার পর ইনিংস ঘোষণা করা হয়েছিল এবং ২০১২ সালে মাইকেল ক্লার্ক ভারতের বিপক্ষে ৩২৯ রান করে ইনিংস ছেড়ে দিয়েছিলেন। কিন্তু মুল্ডারের এই ত্যাগ ক্রিকেটের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট