
গত শ্রীলঙ্কা সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর জাতীয় টি-টোয়েন্টি দলে ফেরেন নাঈম শেখ। তবে জাতীয় দলে সুযোগ প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি এই ওপেনার। যে কারণে দুই সিরিজ পরেই আবার জাতীয় দলে জায়গা হারিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেই নির্বাচকদের নজরে এসেছিলেন নাঈম শেখ। বিশেষ করে সবশেষ বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন এই ওপেনার। এরপর থেকেই জাতীয় দলের বিবেচনায় ছিলেন তিনি। অবশেষে শ্রীলঙ্কা সফর দিয়ে তাকে দলে ফেরায় নির্বাচকরা। তবে নির্বাচকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় ফের দলে জায়গা হারালেন নাঈম।
নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা হয়নি নাঈমের। আজ (শনিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে এসে নাঈমকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
নাঈমকে বাদ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা জানেন, কাউকে দল থেকে বাদ দেওয়ার আগে অনেক কিছুই চিন্তা করতে হয়। একজন খেলোয়াড় তার সামর্থ্যের কতটুকু করতে পারলেন বা তাকে যতটুকু সুযোগ দেওয়া হলো, সে সুযোগটুকু যথেষ্ট কি না- এগুলো বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের কাছে মনে হয়েছে নাঈম শেখ কঠোর পরিশ্রম করেছেন। তিনি যে প্রতিশ্রুতি দেখিয়েছেন, আমরা তাকে নিয়ে অনেক আশাবাদী ছিলাম, তিনি দলে তার জায়গা পাকা করতে পারবেন। সেটা তার জন্য এবং দলের জন্য ভালো হতো। কিন্তু তিনি সেটা পারেননি।’
তবে শুধু জাতীয় দল নয়, অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এ দলের হয়ে খেলেন নাঈম। তবে সেখানেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। জাতীয় দল থেকে তার বাদ পড়ার পেছনে এটিও একটি বড় কারণ। তবে ব্যাটিংয়ে তার উন্নতির জন্য তার পাশে থাকবে বিসিবি।
‘টপ এন্ডটি-টোয়েন্টি সিরিজেও নাঈম ভালো করতে পারলেন না। তবে আমার বিশ্বাস নাঈম শেখ জানেন তাকে এই জায়গাটা পুনরুদ্ধার করতে হলে আরও উন্নতি করতে হবে। সেটার জন্য বোর্ডের পক্ষ থেকে যা যা করা দরকার, আমরা করব।’
ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৫/বিটি
