Connect with us
ক্রিকেট

শঙ্কামুক্ত হ্যাজলউড, প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অ্যাবট

শন অ্যাবট ও জশ হ্যাজলউড
শন অ্যাবট ও জশ হ্যাজলউড। ছবি: সংগৃহীত

আসন্ন অ্যাশেজ সিরিজ সামনে রেখে সিডনিতে ঘরোয়া লিগে খেলার সময় ডান হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন জশ হ্যাজলউড। স্ক্যান রিপোর্টে বড় কোনো চোট না পাওয়ায় শঙ্কামুক্ত এই অজি পেসার। তবে চূড়ান্ত প্রস্তুতি এখন নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।

অন্যদিকে, একই ম্যাচে চোট পান আরেক অস্ট্রেলীয় পেসার শন অ্যাবট। বাম হ্যামস্ট্রিংয়ের স্ক্যানে মাঝারি মাত্রার টান ধরা পড়েছে, ফলে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেছেন এই পেসার।

খেলার তৃতীয় দিনের দুপুরের পর আর মাঠে নামেননি দু’জনই। নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘সে (হ্যাজলউড) শেষ বলটা করল, আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কেমন লাগছে? সে বলল, হ্যামস্ট্রিংয়ে একটু টান। তখনই বললাম, তুমি মাঠ ছেড়ে যাও, আর বোলিং না। ভাগ্য ভালো, শুধু টান ছিল, কোনো গুরুতর কিছু নয়।’



অ্যাবটের ইনজুরি নিয়ে স্মিথ বলেন, ‘শন সত্যিই কঠোর পরিশ্রম করে দলে জায়গা করে নিয়েছে। ওর জন্য খারাপ লাগছে, কারণ এমন পরিশ্রমের পর চোট পাওয়া সবসময় কঠিন।’

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘হ্যাজলউড ডান হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় মাঠ ছেড়েছিলেন। সতর্কতামূলক স্ক্যান করা হলে কোনো মাংসপেশি ছিঁড়ে যাওয়ার প্রমাণ মেলেনি। তিনি পরিকল্পনা অনুযায়ী পার্থ টেস্টের প্রস্তুতি নেবেন। অন্যদিকে, শন অ্যাবটের স্ক্যানে মাঝারি মাত্রার টান ধরা পড়েছে। তিনি প্রথম টেস্টে দলের বাইরে থাকবেন।”

চোটে ভুগছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও। পিঠের চোটে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হ্যাজলউডকে স্ক্যানের পর বেশ চনমনে লাগছিল। আশা করি সে ঠিক আছে। টেস্ট শুরুর আগে আমরা সবসময় সতর্ক থাকতে চাই।’

নিজের ইনজুরি নিয়ে কামিন্স জানিয়েছেন, তিনি এখন প্রায় ৯০% ফিট এবং গাবা টেস্টে খেলার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘পার্থ টেস্টের সময় আমি প্রায় ১০০% ফিট হওয়ার চেষ্টা করছি। এখনো কিছুটা পথ বাকি, কিন্তু ভালোভাবেই এগোচ্ছি’।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট