ঢাকা শহরের সড়কে দিন দিন বেড়েই চলেছে অটোরিকশা। রাজধানীর মূল সড়ক থেকে শুরু করে গলির সড়কগুলোতেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত এই যান। অটোরিকশার ব্যাপক বৃদ্ধি, বেপরোয়া চলাচলে রাজধানীতে প্রতিনিয়ত জনদূর্ভোগ বেড়েই চলছে।
অটোরিকশার এই অনয়ন্ত্রিত দৌরাত্ম নিয়ে অনেকদিন ধরেই ক্ষোভ ঝেড়ে আসছে রাজধানীবাসী। এবার এই দুর্ভোগ নিয়ে ক্ষোভ ঝাড়লেন জাতীয় ক্রিকেট দলের পেসার হাসান মাহমুদ। এই দুর্ভোগের পেছনে জনগণের চুপ থাকা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উদ্যোগ না নেয়াকে দায়ি করেছেন এই পেসার।
আজ সোমবার (২৭ অক্টোবর) নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাস শেয়ার করেন হাসান। সেখানে তিনি লিখেছেন, ‘ঢাকার রাস্তাঘাটে অটো-রিক্সা যে পরিমাণে রং-সাইড দিয়ে ঢুকে স্বাভাবিক চলাচলের রাস্তা বন্ধ করে দিচ্ছে কারো কোন মাথা ব্যাথা নেই। যারা শিক্ষিত তারাও চুপ থাকে, যাদের নুন্যতম বিবেক আছে তারাও কিছু বলছে না। আইন শৃঙ্খলা বাহিনী ও এই ব্যাপারে কোন উদ্যোগ নিচ্ছেন না।’

হাসান মাহমুদের ফেসবুক পোস্ট। ছবি- সংগৃহীত
শেষে বাংলাদেশের নাগরিকদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাসান। তিনি বলেন, ‘আমরা স্বাধীন দেশের নাগরিক। তাহলে কি? আইন ভঙ্গ করাকে আপনি স্বাধীনতা বলবেন?’
গত এক বছর ধরেই অটোরিকশার দখলে ঢাকার অলিগলি ও প্রধান সড়কগুলো। তবে অটোরিকশার সংখ্যা দিন দিন আরও বেড়েই চলছে। এর ফলে ব্যাপক হারে বেড়েছে যানযট। তাতে রাজধানীবাসীর ভোগান্তিও বাড়ছে। তবে এ নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি সরকার। ফলে প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে এবং দুর্ঘটনাও বাড়ছে।
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/বিটি