Connect with us
ক্রিকেট

পরাজয়ের কথা ভুলে আগে আফগানদের হারানোর পরামর্শ দিলেন হার্শা

Bangladesh confident of victory against Sri Lanka.
বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই ধাক্কা খেলো বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থতার প্রমাণ দিয়ে পরাজয় বরণ করেছে টাইগাররা। আর এতেই কঠিন হয়ে পড়েছে টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে খেলার আশা। তবে এত কিছু না ভেবে পরাজয়ের কথা ভুলে আগে আফগানদের হারানোর পরামর্শ দিলেন হার্শা ভোগলে।

গতকাল ম্যাচ শেষে ক্রিকবাজের বিশ্লেষণে হার্শা বলেন, ‘বাংলাদেশের এই হার এমন দলের বিপক্ষে যাদের তারা আগে হারিয়েছে। কিন্তু এবার মনে হয়েছে ওরা লড়াইয়ের মাঝেই নেই। আফগানিস্তানের বিপক্ষে বিগ গেমে ওদের একেবারেই ঘুরে দাঁড়াতে হবে।’

তবে ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশ যেন শ্রীলঙ্কা ম্যাচে হারের গ্লানি ভুলে যায়, সেই পরামর্শ দিয়েছেন এই ভারতীয় ক্রিকেট বিশ্লেষক। তবে গতকালের ম্যাচে তার আশা পূরণ না হওয়ার কথাও জানান, ‘টি-টোয়েন্টির মজাটাই এখানে যে যেকোনো কিছু হতে পারে। আমি এবং দীনেশ কার্তিক দুজনই ভেবেছিলাম আজ ম্যাচটা জমজমাট হবে, তবে হয়ত শ্রীলঙ্কা ফেভারিট। আমি অন্তত ক্লোজ ম্যাচ আশা করেছিলাম।’



বাংলাদেশের করণীয় কী হতে পারে সে পরামর্শ দিয়ে হার্শা বলেন, ‘বাংলাদেশকে সবার আগে ভুলে যেতে হবে এই ম্যাচে কী হয়েছে। এখন ভাবতে হবে কীভাবে আফগানিস্তানের বিপক্ষে জেতা যায়। এত দূর ভাবার দরকার নেই, আগে আফগানিস্তানকে হারাও। এরপর দেখো নেট রান রেট কেমন দাঁড়ায়। অনেকে বেশি আগেভাগে ভাবা শুরু করে। আগে ২ পয়েন্ট নিয়ে নাও। আর এটা ভাবো কোথায় কোথায় ভুল ছিল।’

উল্লেখ্য, গতকাল শ্রীলঙ্কা ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে রানের খাতাই খুলতে পারেনি বাংলাদেশ। উল্টো হারিয়েছে দুই ওপেনারের উইকেট। শেষ পর্যন্ত পাওয়ারপ্লেতে আসে ৩ উইকেটের বিনিময়ে মাত্র ৩০ রান। এরপর জাকের আলী ও শামিম হোসেন পাটোয়ারীর ৮৬ রানের জুটিতে ভর করে ১৩৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। যা ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় লঙ্কানরা।

আগামী মঙ্গলবার রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। টুর্নামেন্টে আশা বাঁচিয়ে রাখতে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। পাশাপাশি তাদের তাকিয়ে থাকতে হবে গ্রুপের বাকি ম্যাচ গুলোর দিকেও।

ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট