Connect with us
ক্রিকেট

তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ইনিংস নিয়ে প্রশংসা হার্শা ভোগলের

Towhid Hridoy harsha bhogle
তাওহীদ হৃদয় ও হার্শা ভোগলে। ছবি- সংগৃহীত

বিপিএলে অনবদ্য পারফরমেন্সের পর ব্যাপক আলোচনার মধ্য দিয়ে জাতীয় দলের জায়গা করে নেন তাওহীদ হৃদয়। শুরুতে নজর কাড়া ব্যাটিংয়ে সমর্থকদের মন জয় করে নেন। কিন্তু, বেশ কিছুদিন ধরেই সময় ভালো যাচ্ছিল না তার, ব্যাটিংয়ে ছিলো ছন্দপতন, তারওপর আবার জড়িয়েছেন বিতর্কে। সব মিলিয়ে খারাপ সময় পার করছিলেন হৃদয়। এশিয়া কাপের সুপার ফোর এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করতে নেমে ছেড়েছেন ক্যাচ। সব মিলিয়ে ম্যাচের ভিলেন বনে যাওয়ার পথে ছিলেন তিনি।

কিন্তু ব্যাটিংয়ে নেমে খেলেছেন এক দুর্দান্ত ইনিংস। আর তাতেই যেন ব্যাট হাতে জবাব দিয়েছেন সকল সমালোচনার। দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলেছেন এক দারুন ইনিংস।

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোর এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করতে সক্ষম হয় লঙ্কানরা। জবাবে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা।



ওপেনার সাইফ হাসান ৪৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। তবে সাইফের বিদায়ের পর বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছেন তাওহীদ হৃদয়

১৯ তম ওভারে আউট হওয়ার আগে ৩৭ বলে ৫৮ রানের দারুণ ইনিংস খেলেন হৃদয়। হৃদয়ের বিদায়ের সময় টাইগারদের দরকার ছিল ৯ বলে মাত্র ১০ রান। সাম্প্রতিক সময়ে ফর্মহীন থাকায় ব্যাপক সমালোচনার মুখে ছিলেন হৃদয়। গতকালের ইনিংসটি যেন তাকে সবকিছু থেকে মুক্তি দিলো।

প্রতিভাবান এই ব্যাটারের দারুন ইনিংসটি নজর কেড়েছে বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলের। ম্যাচ শেষে হার্শা তার টুইটারে (বর্তমানে এক্স) লিখেছেন, তাওহীদ হৃদয় কতটা ভালো মানের ব্যাটার সে ব্যাপারে অনেক শুনেছি, মাঝে মাঝে তার সামান্য প্রমাণও মিলেছে। কিন্তু আজ সে তার দক্ষতা দেখালো, সেরা একটি ইনিংস ছিলো।

হৃদয়ের প্রশংসার পাশাপাশি লঙ্কান স্পিন বোলিং নিয়ে হতাশা প্রকাশ করে তিনি লিখেছেন, অনেকদিন পর আমি এমন লঙ্কান দল দেখলাম যাদের স্প্রিন বোলিং এতটা সীমিত বিকল্পের।

গতকালের ম্যাচে হাসারাঙ্গা ছাড়া কোনো লঙ্কান স্পিনার তেমন পারফরম্যান্স দেখাতে পারেননি। ৪ ওভার বল করে ২২ রান খরচ করে ২ উইকেট শিকার করেন বর্তমান সময়ের অন্যতম আলোচিত এই স্পিনার। কিন্তু আরেক স্পিনার দুনিথ ভাল্লালাগে ৪ ওভারে ৩৬ রান খরচ করলেও কোনো উইকেটের দেখা পাননি। আরেক পার্টটাইম স্পিনার কামেন্দু মেন্ডিস ১ ওভারেই দিয়েছেন ১৬ রান।

ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট