
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শিরোপার স্বাদ পেলেন ইংলিশ তারকা ফুটবলার হ্যারি কেইন। আগের ম্যাচেই বুন্দেসলিগার ট্রফি নিশ্চিত করে ফেলেছিল বায়ার্ন মিউনিখ। এবার বরুশিয়াকে হারিয়ে গতকাল রাতে টুর্নামেন্টের শিরোপা উদযাপন করে দলটি। যা হ্যারি কেইনের ক্লাব ক্যারিয়ারে প্রথম কোন বড় শিরোপা অর্জন।
গতকাল জার্মানির মিউনিখ শহরে এলিয়ানজ অ্যারেনায় বরুশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় বায়ার্ন। এদিন শিরোপা উদযাপনের পাশাপাশি অনন্য এক নজির গড়ে আনন্দ দ্বিগুণ করে নেন হ্যারি কেইন। এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম কোন ফুটবলার হিসেবে, নিজের প্রথম দুই মৌসুমে ২৫ বা তার অধিক গোল করেছেন।
গতকাল প্রথমবারের মতো ক্লাব শিরোপা উদযাপনের রাতে গোলের দেখাও পেয়েছেন এই ইংলিশ ফুটবলার। সেদিন কেইন ছাড়াও গোল করেছেন মাইকেল ওলিসে। কেইন আজ চলমান টুর্নামেন্টে নিজের খেলা ৩০ ম্যাচে ২৫তম গোল করেছেন। এদিকে বিশেষ এ রাতেই নিজের শেষ ম্যাচ খেলেছেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার টমাস মুলার।
আরও পড়ুন:
» সামিতের অ্যাসিস্টে প্রিমিয়ার লিগে বড় জয় পেল কাভালরি
» অশান্তি থামাতে ভূমিকা রাখায় ট্রাম্পকে কৃতজ্ঞতা জানালেন আফ্রিদি
এর আগে এক ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন হ্যারি কেইন। মাঠে ফিরেই পুরনো মহিমায় ছুটে চলেন তিনি। ম্যাচের ৩১তম মিনিটে গোল পেয়ে যান এই ইংলিশ ফুটবলার। এরপর ওলিসের কাট ব্যাক থেকে বল পেয়েই প্রথম গোলটি করেছেন কেইন। এরপর ম্যাচের শেষ মিনিটে কেইনের বাড়ানো বল থেকে জালে বল জড়ান ফরাসি উইঙ্গার ওলিসে।
চলমান বুন্দেসলিগায় এখনও আরও এক ম্যাচ বাকি বায়ার্ন মিউনিখের। যদিও নিয়ম রক্ষার সেই ম্যাচ তাদের অবস্থানে প্রভাবে ফেলবে না। এখন পর্যন্ত নিজেদের খেলা ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিউনিখ। আর এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা লেভারকুশেনের পয়েন্ট ৬৮।
ক্রিফোস্পোর্টস/১১মে২৫/এফএএস
