
এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছেন ইংল্যান্ডের তরুণ তারকা হ্যারি ব্রুক। অন্যদিকে, ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ার সেরা ৬ষ্ঠ স্থানে উঠে এসেছেন ওপেনার শুভমান গিল।
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, হ্যারি ব্রুক এক ধাপ এগিয়ে ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন। তার স্বদেশী জো রুট এক ধাপ নিচে নেমে দ্বিতীয় স্থানে রয়েছেন। এর আগে গত বছরের ডিসেম্বরেও ব্রুক একবার সংক্ষিপ্ত সময়ের জন্য শীর্ষস্থান অধিকার করেছিলেন, তবে মাত্র এক সপ্তাহ পরেই রুট নিজের স্থান ফিরে পেয়েছিলেন। এবার ব্রুক কতটা সময় শীর্ষে থাকতে পারেন, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন:
» টি-টোয়েন্টি সিরিজের আগে ছিটকে গেলেন লঙ্কান তারকা
» সাকিবের দলে ফেরা প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন বিসিবি পরিচালক
ভারতের শুভমান গিলের জন্য এই র্যাঙ্কিং এক বিশেষ মুহূর্ত বয়ে এনেছে। ভারতের অধিনায়ক হিসেবে হেডিংলিতে টেস্টে সেঞ্চুরি দিয়ে শুরু করে, এজবাস্টনে তিনি আরও দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন। অসাধারণ পারফরম্যান্সের ফলস্বরূপ, গিল র্যাঙ্কিংয়ে এক লাফে ১৫ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন, যা তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ।
অন্যদিকে ইংল্যান্ডের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান জেমি স্মিথও এজবাস্টন টেস্টে নজরকাড়া পারফরম্যান্স করে ১৬ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে দশম স্থানে উঠে এসেছেন।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/এসএইচএ
