Connect with us
ক্রিকেট

আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক

Brook
হ্যারি ব্রুক। ছবি: সংগৃহীত

টানা দুইবার আইপিএলের দলে থেকেও টুর্নামেন্ট শুরুর আগেই সরে দাঁড়ানো সরে দাঁড়ানোয় শাস্তির মুখে পড়েছেন ইংলিশ মারকুটে ব্যাটার হ্যারি ব্রুক। আইপিএলের নতুন নিয়ম অনুসারে ২০২৮ মৌসুমে আগে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারবেন না ব্রুক। আইপিএলের নতুন নিয়ম চালুর পর প্রথম ক্রিকেটার হিসেবে নিষেধাজ্ঞার মুখে পড়লেন ব্রুক।

২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় ব্রুকের। ২০২৪ মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালস তাঁকে ৪ কোটি রুপিতে দলে নিলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই নাম প্রত্যাহার করেন তিনি।

পরের বছর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করেন ব্রুক। ২০২৫ মৌসুমের আগে মেগা নিলামে ৬.২৫ কোটি রুপিতে তাঁকে নেয় দিল্লি ক্যাপিটালস। আবারও আইপিএল থেকে নাম প্রত্যাহার করেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।



খেলোয়াড়দের এমন ধারাবাহিক নাম প্রত্যাহারের অভিযোগ বাড়তে থাকায় নতুন নিয়ম করেছে বিসিসিআই। নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় নিলামে নাম নিবন্ধন করে দল পেলে এবং মৌসুম শুরুর আগে নিজেকে অ্যাভেইলবল না মনে করলে, পরবর্তী দুই মৌসুম তাঁর ওপর আইপিএল ও নিলাম উভয় ক্ষেত্রেই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আইপিএলের এই নিয়ম অনুসারে ২০২৮ সালের মেগা নিলাম থেকে আবার অংশগ্রহণের যোগ্য হবেন এই ইংলিশ ব্যাটার।

আজ ২০২৬ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। শুরুতে বিশ্বের ১৪টি দেশের ১৩৫৫ জনের একটি বড় তালিকা পাঠিয়েছিল। সেখান থেকে কোন খেলোয়াড়দের নিলামে দেখতে চায় তা জানতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৫০ জন।

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবির ইতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হবে আইপিএলের ১৯তম সংস্করণের নিলাম। এবারের নিলাম থেকে ৭৭ ক্রিকেটার দল পেতে পারেন। এর মধ্যে সুযোগ মিলতে পারে ৩১ বিদেশি ক্রিকেটারের। সর্বোচ্চ ৬৪ কোটি ৩০ লাখ টাকা বাকি আছে কলকাতা নাইট রাইডার্সের। তাদের স্কোয়াডে এখনো ১৩ জনের জায়গা খালি।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট