Connect with us
ক্রিকেট

বিশ্বজয়ের রাতে হরমনপ্রীতের যে বার্তা সাড়া ফেলেছে ক্রিকেট বিশ্বে

বিশ্বজয়ের রাতে ট্রফি নিয়ে হরমনপ্রীত কৌর। ছবি- সংগৃহীত

বিশ্ব ক্রিকেটকে অনেক দিন ধরেই বলা হয় ‘জেন্টলম্যানস গেম’— অর্থাৎ ভদ্রলোকের খেলা। কিন্তু ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবার সেই প্রচলিত ধারণার স্বমূলে আঘাত করেছেন। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর তার সেই বার্তাটি ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বে।

বিশ্বজয়ের রাতে ট্রফি বুকে নিয়ে ঘুমিয়েছিলেন হরমনপ্রীত। তার পরনে ছিল একটি বিশেষ টি-শার্ট- এতে লেখা ছিল, “Cricket is a Gentleman’s Everyone’s Game.” লেখার ‘A Gentleman’s’ অংশটি কাটা (‘স্ট্রাইক থ্রু’) দেওয়া, যাতে বোঝানো হয়েছে— ক্রিকেট আর শুধু ভদ্রলোকের নয়, সবার খেলা।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই টি-শার্টটি হরমনপ্রীতকে উপহার দিয়েছে এক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা। এটি পরে টিম ইন্ডিয়ার কাপ্তান নিজেই সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, কোটি কোটি মানুষের কিছু স্বপ্ন থাকে। সে কারণেই ক্রিকেট সবার খেলা।



তার এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, প্রশংসায় ভরে যায় টুইটার ও ইনস্টাগ্রাম।

ভারতে ক্রিকেট শুধু খেলা নয়, একপ্রকার উন্মাদনা। ১৪০ কোটির দেশে ক্রিকেটাররা বিশেষ মর্যাদা পান। সেই দেশে রোববার হরমনপ্রীত, স্মৃতি মন্ধানা, জেমাইমা রডরিগেজদের বিশ্বজয়ের পর ক্রিকেট সত্যিই হয়ে উঠেছে নারী-পুরুষ নির্বিশেষে ‘সবার খেলা’।

ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট