ভারতের জয়ের দিনে ক্যারিয়ারে নতুন মাইলফলক স্পর্শ করলেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ধর্মশালায় রোববার যা করলেন, সেটি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক অনন্য রেকর্ড। ব্যাটে ধারাবাহিক অবদান আর বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকার ফলে নতুন এক উচ্চতায় উঠে গেলেন ভারতের এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিজের প্রথম ওভারেই ট্রিস্টান স্টাবসকে আউট করেন হার্দিক। জিতেশ শর্মার হাতে ধরা পড়ে আউট হন তিনি। এই উইকেটের মধ্য দিয়ে হার্দিক তাঁর শততম আন্তর্জাতিক টি–টোয়েন্টি উইকেট পূর্ণ করলেন। এই উইকেটের মাধ্যমেই ইতিহাসে নাম লেখান তিনি। ভারতের প্রথম এবং বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক হাজার রান ও একশ উইকেটের ডাবল মাইলফলক স্পর্শ করলেন হার্দিক।
এই তালিকায় আগে থেকেই আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, বাংলাদেশের সাকিব আল হাসান, জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং পাপুয়া নিউগিনির বীরান্দিপ সিং। তবে হার্দিককে আলাদা করে তুলেছে বোলিং এর জন্য। বাকি চারজনই মূলত স্পিন অলরাউন্ডার, আর হার্দিক পেস অলরাউন্ডার। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম পেস অলরাউন্ডার হিসেবে এক হাজার রান ও একশ উইকেট এই কীর্তি শুধুই তাঁর।
এর আগেও ব্যাটিংয়ে বিশেষ নজির গড়েছেন হার্দিক। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে একশ ছক্কার মাইলফলক ছুঁয়েছেন তিনি। সেই সঙ্গে একশ উইকেটও নেওয়া এই দুটি কীর্তি একসঙ্গে আছে কেবল তাঁর নামেই।
বিশ্ব ক্রিকেটের হিসেবে হার্দিক এখন চতুর্থ খেলোয়াড়, যাঁর ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক হাজারের বেশি রান, একশর বেশি ছক্কা এবং একশ উইকেট।
এদিকে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ খেলেছে ভারত-আফ্রিকা। এর মধ্যে প্রথম ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। প্রথম টি-টোয়েন্টিতে হার্দিক পান্ডিয়ার কল্যাণেই ম্যাচ জেতে ভারত। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারলেও তৃতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ায় তারা। বাকি দুই ম্যাচ পরই জানা যাবে কার হাতে উঠছে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি।
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৫/টিএ
